মুম্বই, ২৭ এপ্রিল: ৩০ এপ্রিল, নবি মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়াম। এই দুটো জিনিস এলেই আইপিএল প্রেমীদের মাথায় আসে একটাই জিনিস। ২০০৮ সালের ৩০ এপ্রিল, প্রথম আইপিএলের ফাইনালে নবি মুম্বইয়ে শেন ওয়ার্নের (Shane Warne) নেতৃত্বে চেন্নাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ১৪ বছর পর ৩০ এপ্রিল সেই নবি মু্ম্বইয়েই নামছে রাজস্থান। শেন ওয়ার্নকে ছাড়া এই প্রথম একটা ৩০ এপ্রিল। আর এই বিশেষ দিনকে স্মরণ করে মুম্বইয়ের বিরুদ্ধে শনিবার নবি মুম্বইয়ে রাজস্থানের রয়্যালস তাদের প্রথম অধিনায়ক শেন ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা জানাতে চলেছে।
সেই দিন সঞ্জু স্যামসন, জোস বাটলার, রবীচন্দ্রন অশ্বিন সহ গোটা রাজস্থান দল 'SW23'লেখা জার্সি পরে খেলতে নামবে। আরও পড়ুন: ইংল্যান্ডের কোচ হচ্ছেন গ্যারি কার্স্টেন
দেখুন টুইট
According to sources, Rajasthan Royals will pay tribute to the late Shane Warne on April 30 💯🏏
The entire RR playing squad will be donning the initials "SW23" on the leading collar of their respective jerseys ❤️🙌🏻#ipl #ipl2022 #rajasthanroyals #hallabol pic.twitter.com/yuQiFJ5D6z
— Sportskeeda (@Sportskeeda) April 27, 2022
সঞ্জু, বাটলারদের জার্সির সামনের কলারে লেখা থাকবে এটি। চলতি বছর ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা শেন ওয়ার্ন। শেন ওয়ার্নের অধিনায়কত্বেই রাজস্থান তাদের প্রথম ও শেষ আইপিএল খেতাবটি জিতেছে। ৮ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে রাজস্থান রয়্যালস এখন পয়েন্ট তালিকায় শীর্ষে আছে।