Shaheen Afridi Only Bowler to bowled out both Rohit and Kohli in a same ODI. (Photo Credits: Twitter)

কলম্বো, ২ সেপ্টেম্বর: এশিয়া কাপে গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় চাপে টিম ইন্ডিয়া। বৃষ্টি ব্যাহত ম্যাচে মেঘে ঢাকা পরিবেশে অবিশ্বাস্য বল করছেন শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ-রা। আফ্রিদির দুরন্ত স্পেলে পরপর আউট হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা (১১) ও বিরাট কোহলি (৪)। রোহিত ও বিরাটকে বোল্ড করেন পাক পেসার আফ্রিদি।  এরপর কিছু ভাল শট খেলে রউফের বলে আউট হয়েছেন শ্রেয়স আইয়ার (৯ বলে ১৪ রান)-ও।

১১.২ ওভারে ৩ উইকেটে ৫১ রান থাকা অবস্থায় পালেকেলেতে বৃষ্টি শুরু হয়েছে। ফলে এই অবস্থায় খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি হওয়ায় পিচ সহ আউটফিল্ড এখন কভারে ঢাকা। বৃষ্টির কারণে এদিন ম্যাচ শুরু হতেও দেরী হয়। আরও পড়ুন-ধোনির মানহানির মামলায় জি মিডিয়ার আবেদন খারিজ মাদ্রাজ হাইকোর্টের

ওপেনার শুভমন গিলের (২৪ বলে ৬ অপরাজিত) সঙ্গে এখন ব্যাট করছেন ইশান কিষাণ (২ অপরাজিত)। ৫ ওভার বল করে ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি, রউফ ১৮ রান দিয়ে ১ উইকেট নেন।

দেখুন আফ্রিদির আগুনে স্পেনে রোহিত, বিরাটের বোল্ডের ভিডিয়ো

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।

ভারতের একাদশঃ রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, ইশান কিষাণ (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশঃ ফকহর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগাহ সলমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।