Rohit Sharma & Rahul Dravid (Photo Credit: ICC/ X)

RR Coach Rahul Dravid: আইপিএলে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজির কোচের পদ থেকে সরে দাঁড়ালেন টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জেতা রাহুল দ্রাবিড়। এমন কথা নিশ্চিত করেছে রাজস্থান রয়্যালস। ২০২৬ আইপিএলে দ্রাবিড়ের জায়গায় রাজস্থানে নতুন কোচ দেখা যাবে। একটি মরসুম কোচিং করিয়েই রাজস্থান ছাড়ছেন ভারতের এই কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার-কোচ। জোর জল্পনা, রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন এবার রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন। ফলে আগামী মরসুম শুধু কোচ নয়, অধিনায়কও বদল হতে পারে রাজস্থানের। গত বছর ভারতীয় দলকে টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন করার পর, টিম ইন্ডিয়ার কোচের পদ ছেড়েছিলেন দ্রাবিড়। এরপর তাঁকে রাজস্থান রয়্যালসের হেড কোচ হিসাবে দেখা যায়।

গত মরসুমে কোচ দ্রাবিড়ের হাত ধরে একেবারেই সাফল্য পায়নি রাজস্থান

দ্রাবিড়ের কোচিংয়ে চলতি বছর আইপিএলে সাফল্য পায়নি রাজস্থান। তারপর শোনা যাচ্ছিল, ফ্র্যাঞ্চাইজি কর্তারা তাঁকে কোচের বদলে আরও বড় দায়িত্ব দিতে চেয়েছেন। কিন্তু দ্রাবিড় সেই প্রস্তাব ফিরিয়ে জানিয়ে দেন, তিনি আর রাজস্থান রয়্যালসে কোচ হিসাবে থাকতে পারছেন না। এর আগে ২০১২ ও ২০১৩ আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কের দায়িত্ব সামলে ছিলেন দ্রাবিড়। এরপরের দুটি মরসুমে তিনি দেশের মরু রাজ্যের আইপিএল ফ্র্য়াঞ্চাইজিতে মেন্টর হিসাবে কাজ করেন।

দেখুন কোচ দ্রাবিড়কে নিয়ে রাজস্থান রয়্য়ালসের সরকারি বিবৃতি

দ্রাবিড়ের কোচিংয়ে ১৪ বছরের বৈভব সূর্যবংশী অনবদ্য ব্যাটিং করে

চলতি বছর দ্রাবিড়ের কোচিংয়ে রাজস্থান রয়্যালস ১৪টি-র মধ্যে মাত্র ৪টি ম্যাচে জিতেছিল। তবে দ্রাবিড়ের কোচিংয়ে খেলে ১৪ বছরের বিষ্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী ক্রিকেট দুনিয়াকে কাঁপিয়ে দেয়।