আমেদাবাদ, ৮ মার্চ: ইংল্যান্ডের তারকা ব্যাটার জেসন রয় (Jason Roy)আইপিএল থেকে ব্যক্তিগত কারণে নাম প্রত্যাহার করে নেওয়ার পরেই তাঁর পরিবর্ত নিয়ে জোর জল্পনা চলছিল। গুজরাট টাইটান্স রয়ের পরিবর্তে সুরেশ রায়নাকে নিতে পারে এমন কথাটা অনেকেই বলছিলেন। চেন্নাই সুপার কিংস রায়নাকে ছেড়ে দেওয়ার পর, মেগা নিলামে কেউ 'মিস্টার আইপিএল'-কে কিনতে আগ্রহ দেখায়নি। তাই অনেকেই বলেছিলেন, রয়ের জায়গায় রায়নাকে নিতে পারে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নামতে চলা আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট লায়ন্স। কিন্তু না, রয়ের পরিবর্তে সুরেশ রায়না-স্টিভ স্মিথ বা সাকিব আল হাসানরা নন, গুজরাট টাইটান্স দলে নিল আফগানিস্তানের ব্যাটার রহমনুল্লা গুরবাজকে। আফগান ওপেনার তথা টপ অর্ডার ব্যাটার গুরবাজকে গুজরাট দলে নেওয়ায় রায়নার আইপিএলে খেলার সম্ভাবনা ভেস্তে গেল।
চলতি বছর আফগানিস্তানের জার্সিতে অভিষেক ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন গুরবাজ। ২১০৯ সালের সেপ্টেম্বর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল বছর কুড়ির গুরবাজের। চলতি বছর বিপিএলে জাফনা কিংস ও পাকিস্তান প্রিমিয়র লিগে ইসলামবাদ ইউনাইটেডের হয়ে ভাল খেলেন গুরবাজ। দেশের হয়ে এখনও পর্যন্ত ৯টি ওয়ানডে ও ১৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
চলতি বছর আইপিএলে গুজরাট টাইটান্স-এর প্রথম ম্যাচ ২৮ মার্চ, লখনউ সুপার জায়েন্টস-এর বিরুদ্ধে। এই দুটি দলই আইপিএলের ইতিহাসে তাদের প্রথম ম্যাচ খেলবে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়াও গুজরাট দলে আছে শুবমন গিল, রশিদ খান, ম্যাথু ওয়েড, মহম্মদ শামি, ডেভিড মিলারের মত তারকা ক্রিকেটার।