আগেই ঘোষণা করেছিলেন আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর তিনি আর দেশের হয়ে ৫০ ওভারের ফর্ম্যাটে খেলবেন না। দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি কক দেশের মাটিতে শেষবার ওয়ানডে খেলতে নামলেন। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোহানেসনবার্গে ওয়ানডে সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ডি কক শেষবার দেশের মাটিতে খেলতে নেমে ৩৯ বল খেলে ২৭ রানে আউট হলেন। দেশের মাটিতে তার শেষ ওয়ানডে খেলতে নেমে ডি কিক বললেন, "আমার বয়স এখনও ৩০ কিন্তু শরীরের যা অবস্থা মনে হচ্ছে ৪০ হয়ে গিয়েছে। তবে বিশ্বকাপে সেরাটা দিতে অসুবিধা হবে না।" এই ম্যাচে যারাই জিতবে বিশ্বকাপের আগে তারা ওয়ানডে সিরিজ জিতবে। এরপর বিশ্বকাপ খেলতে ভারতে উড়ে যাবে দক্ষিণ আফ্রিকা দল।
মাত্র ৩১ বছর বয়সেই ওয়ানডে থেকে অবসর নিচ্ছে ডি কক। দেশের হয়ে আজ ১৪৫ তম ওয়ানডে ম্যাচে খেলতে নামলেন তিনি। দেশের হয়ে ওয়ানডে-তে ১৭টা সেঞ্চুরি, ৩০টা হাফ সেঞ্চুরি সহ ৬১৪৯ রান করেছেন। ২০ বছর বয়েসে দেশের হয়ে প্রথমবার ওয়ানডে খেলেন তিনি।
দেখুন ছবিতে
Quinton De Kock playing his final ODI at the home soil today at the age of just 30. pic.twitter.com/co0lo2lWc0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 17, 2023
২০১২ সালে ডারবানে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ১৯ বছর বয়েসে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল।