জীবনযুদ্ধে জিতে মাঠে ফিরে প্রথম ম্যাচে হারতে হল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ-কে। শনিবার মোহালিতে আইপিএল ২০২৪-এ তাদের প্রথম ম্যাচে পন্থের দিল্লি ক্যাপিটালস ৪ উইকেটে হারল শিখর ধাওয়ানের পঞ্জাব কিংসের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দিল্লি করে ৯ উইকেটে ১৭৪ রান। জাববে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পঞ্জাব। ৪৭ বলে ৬৩ রানের ইনিংস খেলে জয়-পরাজয়ে ব্যবধানে গড়ে দেন প্রীতি জিন্টার দলের অলরাউন্ডার স্যাম কুরান। চারে নেমে ৬টা বাউন্ডারি, একটা বাউন্ডারি মারা ইনিংস খেলে কুরান দলকে জিতিয়ে আনেন। ছয়ে নেমে ২১ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংস খেলে কুরানকে দারুণ সাহায্য করেন ব্রিটিশ ব্যাটার লিয়াম লিভিংস্টোন। রান তাড়া করতে নেমে ১০০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিলেন শিখর ধাওয়ানরা। সেখান থেকে কুরান-লিভিংস্টোন পঞ্চম উইকেটে ৪২ বলে ৬৭ রানের পার্টনারশিপ খেলে দলের জয় নিশ্চিত করেন। দিল্লির স্পিনার কুলদীপ যাদব ৪ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেটের দুরন্ত স্পেল শেষ অবধি কাজে এল না।
২০২২ সালে বছরের শেষদিনে পথ দুর্ঘটনায় একেবারে মৃত্য়ুমুখে চলে গিয়েছিলেন পন্থ। এরপর দীর্ঘ লড়াই চালিয়ে আইপিএলে অধিনায়ক হিসেবে খেলতে নামলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে।
দেখুন খবরটি
The wait is finally over! 😍
Go well, Rishabh Pant. 💪🏻#Cricket #RishabhPant #IPL2024 pic.twitter.com/vVNzQiBjSB
— Sportskeeda (@Sportskeeda) March 23, 2024
দিল্লি ক্যাপিটালসের হয়ে একেবারে শেষের দিকে ব্যাট করতে নেমে ১০ বল অপরাজিত ৩২ রানের বিস্ফোরক ইনিংস খেললেন অভিষেক। প্রীতির দলের কৃপণ বোলার হিসেবে পরিচিত হর্ষল প্যাটেলের করা ইনিংসের শেষ ওভারে প্রথম পাঁচটা বলে অভিষেক ৩টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকান। ৯ নম্বরে নেমে অভিষেকের ইনিংস দেখে মুগ্ধ সবাই। অভিষেকের সৌজন্য়ে প্রথমে ব্যাট করে পন্থরা নির্ধারিত ২০ ওভারে করলেন ১৭৪ রান। প্রত্যাবর্তন ইনিংসে পন্থ করলেন ১৩ বলে ১৮ রান। সাই হোপ তিনে নেমে ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেললেন। মিচেল মার্শ (২০), ডেভিড ওয়ার্নার (২৯)-রা তেমন রান পেলেন না। মিডল অর্ডারে ব্যর্থ রিকি ভুঁই (৩), ক্রিস্টান স্টাবস (৫)।