
RR বনাম PBKS: ২০১৪ আইপিএলে ফাইনালে হারের পর থেকে আর কখনও টুর্নামেন্টের প্লে অফে উঠতে পারেনি প্রীতি জিন্টার পঞ্জাব ফ্র্য়াঞ্চাইজি। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাত ধরে অবশেষে প্রীতির প্লে অফের স্বপ্নপূরণের পথে। রবিবার জয়পুরে হাই স্কোরিং ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ১৭ পয়েন্টে পৌঁছে গেল শ্রেয়স আইয়ারের পঞ্জাব। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বিরাট কোহলির বেঙ্গালুরু (১৭ পয়েন্ট)-রে ছুঁয়ে ফেললেন শ্রেয়স আইয়ার-রা (নেট রান রেটে দ্বিতীয় স্থানে পঞ্জাব)। পঞ্জাব তাদের শেষ দুটি ম্যাচে একটিতে জিতলেও প্রথম দুইয়ে থেকে প্লে অফে উঠতে পারে।
পয়েন্ট তালিকায় কে কোথায়
এমনকী গত আইপিএলের চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স আইয়ারের দল পঞ্জাব তাদের শেষ দুটি ম্যাচের দুটিতে হারলেও প্লে অফে উঠতে পারে। তবে সেক্ষেত্রে শ্রেয়সদের তাকিয়ে থাকতে হবে গুজরাট (১৬ পয়েন্ট), মুম্বই (১৪), দিল্লি (১৩)-র ওপর।
প্লে অফের পথে পঞ্জাব
#TATAIPL returns & Punjab celebrates a BIG WIN! 🔥
After a swashbuckling start, the #PBKS bowlers staged a solid comeback to seal a crucial victory and inch closer to the #IPLPlayoffs! 💪
UP NEXT ON #IPLRace2Playoffs 👉 #DCvGT | LIVE NOW on Star Sports Network & JioHotstar! pic.twitter.com/n9KAv1nG5Y
— Star Sports (@StarSportsIndia) May 18, 2025
ম্যাচের সেরা হরপ্রীত ব্রার
এদিনে জয়পুরে জয়পুরে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে করে ৫ উইকেটে ২১৯ রান। চার নম্বরে নেমে ৩৭ বলে ৭০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন প্রীতি জিন্টার দলের লুধিয়ানার প্রতিশ্রুতিমান ব্যাটার নেহাল ওয়াধেরা। নেহালকে যোগ্য সঙ্গত দেন শশাঙ্ক সিং (৩০ বলে ৫৯)। জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন রাজস্থানের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (২৫ বলে ৫০) ও বৈভব সূর্যবংশী (১৫ বলে ৪০)। দারুণ ইনিংস খেলেন ধ্রুব জুরেল (৩১ বলে ৫৩)। কিন্তু আরও একবার তিরে এসে তরী ডোবে রাজস্থানের। ৭ উইকেটে ২০৯ ারনে থামে রাজস্থান। সঞ্জুরা হারেন ১০ রানে। ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার পান পঞ্জাবের বাঁ হাতি স্পিনার হরপ্রীত ব্রার।