Prithvi Shaw: উল্কার গতিতে উত্থান, ধুমকেতুর মত পতন। মুম্বইয়ের বিষ্ময় ক্রিকেট প্রতিভা পৃথ্বী শ-র কেরিয়ার নিয়ে এই প্রবাদটাই সবচেয়ে বেশি প্রযোজ্য। মুম্বইয়ে স্কুল ক্রিকেটে ৫৪৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে সবার নজর এসেছিলেন পৃথ্বী। এরপর মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফি থেকে বিজয় হাজারে-তে অসাধারণ পারফরম্যান্স মেলে ধরে ১৮ বছর বয়েসে টেস্ট খেলতে নেমে অভিষেকে টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পৃথ্বী। সচিন তেন্ডুলকরের পর টেস্টে ভারতীয়দের মধ্যে অভিষেকে সবচেয়ে কম বয়েসে সেঞ্চুরি হাঁকিয়ে চমকে দেন পৃথ্বী। তখন অনেকেই বলেছিলেন, সচিনের উত্তরসূরি হিসেবে পৃথ্বীকে দেখা যাবে। পরে ওয়ানডে এবং আন্তর্জাতিক টি-২০ও খেলেছিলেন। কিন্তু মাত্র ৫টি টেস্ট ,৬টি ওয়ানডে এবং ১টি আন্তর্জাতিক টি-২০ খেলেই জাতীয় দলে পৃথ্বীর যাত্রা আপাতত শেষ হয়েছে।
চার বছর আগে দেশের হয়ে শেষবার খেলেন পৃথ্বী
২০১৯ সালে ডোপিং কাণ্ডে জড়িয়ে ব্যান হওয়া থেকে, বেহিসেবি জীবন, শৃঙ্খলাপরায়ণতার সমস্যায় ভূগে পৃথ্বী ক্রিকেটের দুনিয়া থেকে ক্রমশ দূরে সরে য়ান। আইপিএলেও এখন আর কোন দল তাঁকে দলে নেয় না। সেই পৃথ্বী এবার তাঁর ক্রিকেট কেরিয়ারে ঘুরে দাঁড়ানোর শপথ নিয়েছেন। আগের চেয়ে নেট, জিমে অনেক বেশি পরিশ্রম করছেন। এরই মধ্যে নিজের প্রতিভা মেলে ধরা আর নিয়মিত সুযোগ পাওয়ার জন্য মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন ২৫ বছরের পৃথ্বী। মুম্বই মহারাষ্ট্রের শহর হলেও বিসিসিআইয়ে দুটি পৃথক ইউনিট হিসেবে স্বীকৃতি রয়েছে। রঞ্জি ট্রফি সহ ঘরোয়া ক্রিকেটে মুম্বই ও মহারাষ্ট্র দুটি আলাদা দল হিসেবে খেলে। মুম্বইয়ের ছেলে পৃথ্বী এবার যেমন খেলবেন মহারাষ্ট্রের হয়ে।
মুম্বই ছেড়ে মহারাষ্ট্রে পৃথ্বী
Last month, Prithvi Shaw had sought a NOC from Mumbai to change teams. He will now represent Maharashtra in domestic cricket from the 2025-26 season
Read more 🔗 https://t.co/zSc1NDxnOJ pic.twitter.com/Z077bWnwJm
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 7, 2025
ফিরে আসার লড়াইয়ে পৃথ্বী
মুম্বই থেকে এনওসি পাওয়ার পর মহারাষ্ট্র ক্রিকেট সংস্থাও পৃথ্বী-কে দলে নেওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেছেন। তাই এবার মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে খেলতে দেখা য়াবে পৃথ্বীকে।