দেশের মাটিতে আর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার (David Warner)-কে। এবার একেবারে জুনে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপে খেলে আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফর্ম্যাট থেকে অবসর নেবেন ওয়ার্নার। তার আগে আজ, মঙ্গলবার পারথে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় তথা শেষ খেলায় ওয়ার্নার অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর কেরিয়ারের শেষ ম্যাচ খেলে ফেললেন। দেশের মাটিতে শেষ ম্যাচে ওয়ার্নার ৪৯ বলে ৮১ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। পারথে ওয়াার্নার এদিন মারলেন ৩টি ওভার বাউন্ডারি, ৯টি বাউন্ডারি। শেষ পর্যন্ত অবশ্য ওয়েস্ট ইন্ডিজের ২২০ রান তাড়া করতে নেমে অজিরা হারল ৩৭ রানে। সিরিজে অস্ট্রেলিয়া জিতল ২-১।
সিরিজ সেরা হলেন ওয়ার্নার। দেশের মাটিতে ওয়ার্নারে শেষ ম্যাচে মাতিয়ে দিলেন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ড আন্দ্রে রাসেল। সাত নম্বরে নেমে কেকেআর তারকা রাসেল ২৯ বলে ৭১ রানের ঝড়ো ইনিংস খেললেন। ২০ বলের ইনংসে ৭টি ওভার বাউন্ডারি, ৪টি বাউন্ডারি হাঁকালেন কেকেআর-এর ক্যারিবিয়ান তারকা।
ক দিন আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে খেলে টেস্ট সিরিজ থেকে অবসর নিয়েছেন ৩৫ বছরের অজি বাঁ হাতি তারকা ওপেনার। ওয়ানডে-তেও অবসর নিয়েছেন। তিনি আগেই জানিয়েছিলেন ২০২৪ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে খেলেই অবসর নেবেন। টি-২০ বিশ্বকাপের আগে এদিন অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের শেষ ম্যাচ দেশের মাটিতে খেলে ফেলল।