সাম্প্রতিককালে টেস্টে পাকিস্তানের পারফরম্যান্স একেবারে খারাপ। বাবর আজমের (Babar Azam)নেতৃত্বে পাঁচ দিনের ক্রিকেটে পাক ক্রিকেটে (Pakistan Crciket) ভরাডুবি হচ্ছে। গত বছর পাকিস্তান একটা টেস্টেও জিততে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান সাত নম্বরে, ফাইনালের লড়াই থেকে অনেক আগেই ছিটকে গিয়েছে।
আর তাই বাবর আজমকে টেস্টের নেতৃত্ব থেকে সরাচ্ছে পাকিস্তান বোর্ড। ইংল্যান্ডের কাছে দেশের মাটিতে ০-৩ হোয়াইটওয়াশ হয়ে হার, কিউইদের হারাতে না পারার সব দায় গিয়ে পড়ল অধিনায়ক বাবরের ওপর। আরও পড়ুন-মমতার মন্ত্রীর সুবাদে জয় বাংলা
দেখুন টুইট
Interim Chairman Najam Sethi's decision to make Shan Masood the vice-captain is also a link in this chain ?
Read More: https://t.co/n4BBkuaIIn#PAKvNZ pic.twitter.com/cqeW0FRROF
— Cricket Pakistan (@cricketpakcompk) January 13, 2023
রামিজ রাজার জায়গায় পিসিবি-র দায়িত্বে আসা নাজম শেঠি জাতীয় টেস্ট দলে পরিবর্তন চাইছেন। আর সবার আগে লাল বলের ক্রিকেটে বাবরকে নেতৃত্ব থেকে সরিয়ে শন মাসুদ-কে আনতে চাইছে পিসিবি। মিডল অর্ডার ব্যাটার শান মাসুদ এখন পাকিস্তানের সহ অধিনায়ক হিসেবে কাজ করছেন। কুয়েতে জন্ম বাঁ হাতি ব্যাটার শান মাসুদ পাকিস্তানের হয়ে ২৮টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১৯টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন।