Virat Kohli. (Photo Credits: X)

PBKS vs RCB, IPL Qualifier 1: আইপিএলের কার্যত সেমিফাইনালে (কোয়ালিফায়ার ওয়ান) স্নায়ুর চাপের লড়াইয়ে ভেঙে পড়ল প্রীতি জিন্টার দল। বৃহস্পতিবার মুল্লানপুরে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র বিরুদ্ধে প্রথমে ব্যাট করে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস (Punjab Kings) মাত্র ১০১ রানে অল আউট হয়ে গেল। মাত্র ৮৫ বলেই শেষ হয়ে গেল শ্রেয়স আইয়ারদের ইনিংস। ৯ বছর পর আইপিএলের ফাইনালে উঠতে হলে বিরাট কোহলির বেঙ্গালুরুকে করতে হবে ১০২ রান। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত পঞ্জাবের সবাই এদিন খারাপ ব্যাটিং করেন। মাত্র তিনজন দু অঙ্কের রান করেন- মার্কস স্টোয়নিস (২৬), প্রভসিমরণ সিং (১৮) ও আঝমাতুল্লা ওমরঝাই (১৮)। শেষের দিকে আঝমাতুল্লা ১৮ রানের ইনিংস না খেললে শ্রেয়সদের রান একশো পাড় হত না।

চতুর্থবার আইপিএলের ফাইনালে উঠতে কোহলিদের চাই ১০২ রান

অধিনায়ক শ্রেয়স আইয়ার ২ রানে হ্যাজেলউডের বলে আউট হন। এই ম্যাচে হারলেও পরাজিত দলের কাছে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। সেক্ষেত্রে পয়লা জুন আমেদাবাদে কোয়ালিয়ার টু-তে খেলবে আজকের পরাজিত দল। আর জিতলেই সরাসরি মিলবে ফাইনালের টিকিট। প্রসঙ্গত, এর আগে ২০০৯, ২০১১ ও ২০১৬ আইপিএলের ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু। তবে এখনও পর্যন্ত একবারও আইপিএল খেতাব জেতা হয়নি কোহলির বেঙ্গালুরুর।

মাত্র ৮৫ বলেই শেষ পঞ্জাবের ইনিংস

অবিশ্বাস্য বোলিং করলেন আরসিবি-র বোলাররা

নিউ চণ্ডিগড়ে এদিন অবিশ্বাস্য বোলিং করলেন আরসিবি-র বোলাররা। অসাধারণ বোলিং করলেন আরসিবি-র স্পিনার সূয়েশ শর্মা ও অজি পেসার জোশ হ্যাজেলউড। ১৭ রানে ৩ উইকেট নেন সূয়েশ, ২১ রান দিয়ে ৩টি উইকেট নেন হ্যাজেলউড। যশ দয়াল ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। ভূবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ড ১টি করে উইকেট নেন।