অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক তথা কলকাতা নাইট রাইডার্সের তারকা পেসার প্যাট কামিন্স বিয়ে করলেন। যদিও দু বছর আগেই বেক বোস্টনের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছিলেন কামিন্স। এর মাঝে গত বছর নভেম্বরে দু জনের প্রথম সন্তানের জন্ম হয়। এবার কামিন্স-বোস্টন সরকারীভাবে বিয়েটাও সারলেন। ২০১৩ সাল থেকে পরিচয়ের পর দুজনের কাছে আসা। সাত বছর পর করেন এনগেজমেন্ট।
কামিন্সের স্ত্রী হলেন ইংল্যান্ডের মেয়ে। কামিন্সের যে বয়েসে দু বছরের বড় বোস্টন। ইংরেজ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এক বিলাসবহুল হোটেলে ঘনিষ্ঠ বন্ধু-আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করলেন কামিন্স-বোস্টন। যে হোটেলে বিয়ে হল সেই হোটেলের ভাড়া প্রতি রাতে ৭ হাজার ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা। অজি অধিনায়ক পরেছিলেন কালো স্যুট আর তাঁর স্ত্রী বোস্টন পরেছিলেন সাদা গাউন। আরও পড়ুন-কমনওয়েলথ গেমসে ভারতের দ্বিতীয় সোনা
দেখুন ছবি
Pat Cummins and Becky Boston have tied the knot in a lavish ceremony in Byron Bay.
(Credit: Becky Boston/ @patcummins30 )#PatCummins #BeckyBoston #Cricket #News pic.twitter.com/XqOKhxmA8B
— SportsTiger (@sportstigerapp) July 31, 2022
কামিন্সের বিয়েতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া দলে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ন্যাথান লিঁয়, টিম পেইন, মিচলে স্টার্ক সহ বেশ কয়েকজন। ক দিন আগেই অজি স্পিনার লিঁয় দ্বিতীয়বার বিয়ে করেন।
বাইশ গজে এখন দুরন্ত ছন্দে কামিন্স। ক দিন আগেই পাকিস্তানে গিয়ে কামিন্সের নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। কামিন্সের নেতৃত্বেই গত অ্যাসেজে ইংল্যান্ডকে ৪-০ গুঁড়িয়ে দিয়েছিল অজিরা। পাশাপাশি আইপিএলেও বেশ ভাল দর পেয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি।