Quincy Hall (Photo Credit: Paris Olympics/ X)

প্যারিস, ১২ অগাস্ট: শেষ হয়ে গেল প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)। ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট। গত ১৫ দিন ধরে বিশ্বের ২০৫টি দেশের ১০ হাজার ৭১৪ জন অ্যাথলিট ৩২টি খেলার ৩২৯টি ইভেন্টে খেললেন। এবার এই খেলাগুলির মধ্যে কিছু খেলায় দাপট একটি বা দুটি বিশেষ দেশ।

অ্যাথলেটিক্স থেকে ফুটবল, হকি থেকে বাস্কেটবল কিংবা কুস্তি থেকে ভারত্তোলন। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন দেশ কোন খেলায় দাপট দেখাল এবারের প্যারিস অলিম্পিক্সে।

১) অ্যাথলেটিক্স

দাপট দেখাল- মার্কিন যুক্তরাষ্ট্র (১৪টি সোনা সহ মোট ৩৪টি পদক)

অ্য়াথলেটিক্সের ট্র্যাকে এবারও দাপট দেখাল মার্কিন যুক্তরাষ্ট্র। দীর্ঘ ২০ বছর পর অলিম্পিকে পুরুষদের ১০০ মিটার দৌড়ে সোনা জিতে মার্কিনীদের গর্বের বুক চওড়া করলেন নোয়াহ লাইলস। এ ছাড়াও বেশ কয়েকটি ইভেন্টে মার্কিনরা ফিরে পেলেন তাদের সিংহাসন। লম্বা দূরত্বের দৌড়ে কেনিয়া এবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। অ্যাথলেটিক্স থেকে এবার চিন তাদের একমাত্র সোনার পদকটা পেল ২০ কিলোমিটার হাঁটায়। অ্যাথলেটিক্সে এবার প্যারিসে একাধিক সোনা জিতল মোট ৬টি দেশ (আমেরিকা (১৪টি সোনা), কেনিয়া ও কানাডা (৩টি করে সোনা), নেদারল্যান্ডস, স্পেন ও নরওয়ে (২টি করে সোনা)। এই প্রথমবার অ্যাথলেটিক্সে সোনা জিতল পাকিস্চান, সেন্ট লুসিয়া, বতসোয়ানা।

এক নজরে প্যারিসে অ্য়াথলেটিক্সে পদক তালিকা (প্রথম তিন)

১) আমেরিকা (১৪টি সোনা, ১১টি রুপো, ৯টি ব্রোঞ্জ)

২) কেনিয়া (৪টি সোনা, ২টি রুপো, ৫টি ব্রোঞ্জ)

৩) কানাডা (৩টি সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ)

২) সাঁতার

দাপট দেখাল- মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

অলিম্পিকে জলের খেলার রাজা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে এবার বেশ চ্য়ালেঞ্জের মখে ফেলল প্রতিভার ছড়াছড়ি থাকা দেশ অস্ট্রেলিয়া। প্য়ারিসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারুরা জিতলেন ২৮টি পদক, সেখানে অজি সাঁতারুরা হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে জিতলেন ১৮টি পদক। সাঁতারে অস্ট্রেলিয়ানদের থেকে মাত্র ১টি সোনা বেশী জিতলেন মার্কিনীরা (৮টি সোনা)। আয়োজক দেশ ফ্রান্স এবার সাঁতার থেকে ৪টি সোনা পেল। ফরাসি সাঁতারুর লিও মারচাঁদ একাই জিতলেন ৩টি সোনা।

সাঁতারে পদক তালিকায় প্রথম তিন

১) মার্কিন যুক্তরাষ্ট্র- ৮টি সোনা, ২৮টি পদক

২) অস্ট্রেলিয়া- ৭টি সোনা, ১৮টি পদক

৩) ফ্রান্স- ৪টি সোনা, ৭টি পদক

৩) ডাইভিং

এবারও ডাইভিয়ের সব সোনা জিতল চিন। ডাইভিংয়ে চিনাদের অপরাজেয় বলা হয়, এবারও তারা অপরাজেয় থাকলেন। প্যারিসে ডাইভিংয়ের পাঁচটা সোনাই জিতল চিন।

৪) শ্যুটিং

শ্যুটিং-য়ে এবার দাপট দেখাল চিন।

শ্য়ুটিংয়ে পদক তালিকায় প্রথম তিন

১) চিন- ৫টি সোনা সহ ১০টি পদক

২) দক্ষিণ কোরিয়া- ৩টি সোনা সহ ৬টি পদক

৩) মার্কিন যুক্তরাষ্ট্র- ১টি সোনা সহ ৫টি পদক

৫) তিরন্দাজি

তিরান্দাজি মানেই দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ানদের এই খেলায় হারানো যায় না, এই প্রবাদটা আইফেল টাওয়ারের দেশে এবারও অক্ষরে অক্ষরে মিল গেল। তির হাতে লক্ষ্যভেদের খেলায় গেমসের সব কটি সোনাই জিতলেন কোরিয়ানরা।

তিরন্দাজির পদক তালিকা

দক্ষিণ কোরিয়া- ৫টি সোনা, ১টি রুপো, ১টি ব্রোঞ্জ

ফ্রান্স- ১টি রুপো, ১টি ব্রোঞ্জ

মার্কিন যুক্তরাষ্ট্র-১টি রুপো, ১টি ব্রোঞ্জ

চিন, জার্মানি-১টি করে রুপো

মেক্সিকো, তুরস্ক-১টি করে ব্রোঞ্জ

৬) কুস্তি

সুমোরা দেশ জাপান কুস্তিতে তাদের আধিপত্য বজায় রাখল। কুস্তিতে প্যারিসে মোট ১৮টি সোনার মধ্যে জাপান একাই জিতল ৮টি-তে। আর কুস্তির ১৮টি ইভেন্টের মধ্যে ১১টি-তে পদক জিতল জাপান।

কুস্তির পদক তালিকায় প্রথম তিন

জাপান: ৮টি সোনা, ১টি রুপো, ২টি ব্রোঞ্জ

ইরান: ২টি সোনা, ৪টি রুপো, ২টি ব্রোঞ্জ

আমেরিকা: ২টি সোনা, ২টি রুপো, ৩টি ব্রোঞ্জ

৭) বক্সিং

ঘুষির খেলায় উজবেকদের দাপট বরাবরের। এবার বক্সিংয়ে উজবেকদের ছাপিয়ে যেতে সর্বশক্তি প্রয়োগ করেছিল চিন। কিন্তু তবু পাঁচটা বিভাগের ফাইনালে খেলে পাঁচটাতেই সোনা জিতে নজির গড়লেন উজবেক বক্সাররা।

বক্সিংয়ে পদক তালিকায় প্রথম তিন

১) উজবেকিস্তান (৫টি সোনা, ৫টি পদক)

২) চিন (৩টি সোনা সহ ৫টি পদক)

৩) চাইনিজ তাইপে (১টি সোনা সহ ৩টি পদক)

৮) বাস্কেটবল

বাস্কেটবল মানেই মার্কিনীদের একচেটিয়া রাজ। এবারও তেমনটা হল। টানা আটবার মহিলাদের বাস্কেটবলে অলিম্পিক সোনা জিতল আমেরিকা। আর পুরুষদের বাস্কেটবলে টানা পাঁচবার সোনা পেল এনবিএ-র দেশ আমেরিকা।

৯) হকি

প্যারিসে এবার হকির রঙ কমলা। পুরুষ ও মহিলা হকির দুটো বিভাগেই এবার সোনা জিতল নেদারল্যান্ডস। আধুনিক হকিতে ডাচ স্টাইল এবার মাতিয়ে দিল।

১০) ফুটবল

ইউরো কাপের পর এবার পুরুষদের অলিম্পিকে সোনা জিতল স্পেন। আর মহিলাদের ফুটবলে সোনা পেল আমেরিকা।

১১) টেবিল টেনিস

চিনের একচেটিয়া আধিপত্য দেখানোর খেলা। এবারও একই পথে এগোল। প্যারিস অলিম্পিকে টিটি-র পাঁচটা সোনার পাঁচটাই জিতল চিন।

টিটি-র পদক তালিকা

চিন- ৫টি সোনা, ১টি রুপো

সুইডেন- ২টো রুপো

জাপান- ১টি রুপো, ১টি ব্রোঞ্জ

উত্তর কোরিয়া-১টি রুপো

ফ্রান্স-২টি ব্রোঞ্জ

দক্ষিণ কোরিয়া-২টি ব্রোঞ্জ

১২) জুডো

জুডোয় এবার জাপানী ও ফরাসিদের মধ্য়ে জোর লড়াই হল। ফ্রান্স এবার প্য়ারিস অলিম্পিকে জুডোয় বেশী পদক (১০টি) জিতলেও, সোনা জয়ের বিষয়ে টক্কর দিল জাপান (৩টি)।

জুডোর পদক তালিকা (প্রথম তিন)

জাপান- ৩টি সোনা, ২টি রুপো, ৩টি ব্রোঞ্জ

ফ্রান্স- ২টি সোনা, ২টি রুপো, ৬টি ব্রোঞ্জ

আজারবাইজান-২টি সোনা, ২টি পদক

১৩) ভারত্তোলন

চিন এবার চমকে দিল। এই খেলার ১১টি ইভেন্টের মধ্যে ৫টি-তেই সোনা জিতল চিন

ভারত্তোলনের পদক তালিকা (প্রথম তিন)

চিন- ৫টি সোনা

বুলগেরিয়া-১টি সোনা, ১টি ব্রোঞ্জ

আমেরিকা-১টি সোনা, ১টি ব্রোঞ্জ