২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে সরাসরি যোগ্যতাঅর্জন করার বিষয়ে কিছুটা অনিশ্চিত ব্রাজিল (Brazil National Football Team)। এই অনিশ্চয়তার মাঝেই প্যারাগুয়ের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে নামছেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior)-রা।নেইমার চোটের কারণে এই ম্যাচেও খেলছেন না। দরিভল জুনিয়ারের কোচিংয়ে খেলা ব্রাজিলের মূল ভরসা ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপের পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ানরা যোগ্যতাঅর্জন পর্বে ৭টা ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে লিগ টেবিলে চার নম্বরে আছে ব্রাজিল। ব্রাজিলের খুব কাছেই আছে ভেনেজুয়েলা (৯ পয়েন্ট), ইকুয়েডর (৮)। প্রথম তিনটি স্থানে আছে- আর্জেন্টিনা (১৮ পয়েন্ট), উরুগুয়ে (১৪) ও কলম্বিয়া (১৩)। লিগ তালিকার যা অবস্থা তাতে ব্রাজিলকে আর পয়েন্ট নষ্ট করলে চলবে না।
ভারতীয় সময় বুধবার সকাল ৬টা থেকে ব্রাজিল-প্যারাগুয়ের মধ্যে বিশ্বকাপের যোগ্যতাপর্বের খেলা শুরু হবে। খেলাটি হবে প্যারাগুয়ের চাচো ডিফেন্ডার স্টেডিয়ামে। ভারতের কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে না খেলা।
জানুন কোথায় কীভাবে সরাসরি দেখবেন ব্রাজিল-প্যারাগুয়ে ম্যাচ
Paraguay vs Brazil, FIFA World Cup 2026 CONMEBOL Qualifiers Live Streaming and Match Time in IST: How to Watch Free Live Telecast of PAR vs BRA on TV and Online Stream Details of Football Match in India?#WCQ | #Brazil | #Paraguay | #FIFA | #CONMEBOL https://t.co/HaeJJf3ErN
— LatestLY (@latestly) September 10, 2024
তবে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে ফোন, ট্যাব, কম্পিউটার, স্মার্ট টিভিতে সরাসরি দেখা যাবে খেলাটি।