Neymar. (Photo Credits; Instagram)

ফ্রান্স ছেড়ে সোজা সৌদির আরবে গিয়েছেন। পিএসজি ছেড়ে আচমকা যোগ দিয়েছেন আল রিয়াদে। ক্লাব ফুটবলের ট্রান্সফারে চমকে দিয়ে দুনিয়াজুড়ে খবর হওয়ার মাঝে নেইমার নি:শব্দেই জাতীয় দলের স্কোয়াডে ঢুকে পড়লেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতাপর্ব অভিযান শুরু করছে ব্রাজিল। সাম্বার দেশ আগামী মাসে বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের শুরুতেই খেলবে বলিভিয়া ও পেরুর বিরুদ্ধে। এই দুটি ম্যাচের জন্য ব্রাজিলের দলে রাখা হল নেইমারকে। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায়ের পর নেইমার আর দেশের জার্সিতে নামেননি। জল্পনা ছিল, নেইমার হয়তো আর দেশের জার্সিতে খেলবেন না। কিন্তু ৩১-র নেইমার সম্প্রতি জানিয়েছেন, তিনি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলকে বিশ্বকাপ এনে দেওয়ার চ্য়ালেঞ্জ নিচ্ছেন।

ব্রাজিলের দল থেকে বাদ পড়লেন পাকেতা। আক্রমণভাগে নেইমারের সঙ্গে থাকছেন ভিনিসাস জুনিয়র, রিচার্লিসন, আন্দ্রে, কুনহা-র মত তারকাদের। প্রসঙ্গত, বিশ্বকাপ ২০২৬৭-র যোগ্যতাপর্বে ব্রাজিলের প্রথম ম্যাচ ৯ সেপ্টেম্বর, বলিভিয়ার বিরুদ্ধে। নেইমাররা প্রথম ম্যাচটা নিজেদের দেশ বেলেমে খেলবে। ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ পেরুর বিরুদ্ধে, ১৩ সেপ্টেম্বর (অ্যাওয়ে)।

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। এরপর এখনও পর্যন্ত আর কোনও স্থায়ী কোচ ঘোষণা করেনি ব্রাজিল। অস্থায়ী কোচ ফার্নান্দো দিনিজের অধীনেই বিশ্বকাপের মূলপর্বে ওঠার অভিযান শুরু করতে চলেছেন নেইমার।

একটা সময় শোনা যাচ্ছিল নেইমারদের পরবর্তী কোচ হতে পারেন জিদান বা হোসে মরিনহোর মধ্যে কেউ। আর দেশীয় নয়, বিদেশী কোচদের ওপর আস্থা দেখাতে চলেছে পেলের দেশ।