ওভাল, ৩১ মে: বিশ্বকাপ ২০১৯ (ICC World Cup 2019)-এর প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) কাছে একেবারে উড়ে গেল পাকিস্তান (Pakistan)। শুক্রবার একেবারে একপেশে ম্যাচে পাকিস্তান হারাল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে পাকিস্তানকে ১০৫ রানে অল আউট করে, সেই রান ৩ উইকেট হারিয়ে ২১৮ বল বাকি থাকতে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল (Chris Gayle) এই ম্যাচে ৫০ রানের ইনিংস খেলে দলকে জেতালেন, সেই সঙ্গে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন।
বিশ্বকাপ (ICC World Cup 2019)-এর প্রথম ম্যাচে খেলতে নেমে একেবারে ভূপতিত হয়ে যান পাকিস্তানের ব্যাটসম্যানরা। শুক্রবার নটিংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান মাত্র ১০৫ রানে অল আউট হয়ে গেল। পাকিস্তানের ইনিংস মাত্র ১৩০ বলেই শেষ হয়ে যায়। তার মধ্যে আবার ৮৩ রানেই ৯ উইকেট পড়ে গিয়েছিল পাকিস্তানের। সেখান থেকে ওয়াহাব রিয়াজ ১৮ রানের ইনিংসটা না খেললে একশোর নিচে অল আউটের মহালজ্জাটা হজম করতে হত পাকিস্তানকে। ক্যারিবিয়ান পেসাররা শেষ করে দেন সরফরাজদের। আরও পড়ুন- ICC World Cup 2019: প্রথম ম্যাচে এমন এক কীর্তি বেন স্টোকসের, যা এর আগে হয়েছে মাত্র একবার
What a way to end it! 💥
Nicholas Pooran wallops one straight back down the ground for 6️⃣ to give @windiescricket a seven-wicket triumph over Pakistan in their opening match of #CWC19.
The #MenInMaroon are looking good 👌 pic.twitter.com/tXzFOHm8mW
— ICC (@ICC) May 31, 2019
বিশ্বকাপের ইতিহাসে এটা পাকিস্তানের দ্বিতীয় সবচেয়ে কম রানে অল আউট হওয়ার নজির। ১৯৯২ বিশ্বকাপে অ্য়াডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৭৪ রানে অল আউট হয়েছিল ইমরান খানের পাকিস্তান। সেবার অবশ্য বিশ্বকাপটাও পাকিস্তানই জিতেছিল। জবাবে ব্যাট করতে নেমে ক্রিস গেইল ঝড় তোলেন। তিনটে ছক্কা ও ৬টা বাউন্ডারি হাঁকিয়ে গেইল করেন ৩৪ বলে ৫০ রান। পাকিস্তানের হয়ে তিনটি উইকেটই নেন মহম্মদ আমের।