Babar Azam (Photo Credits: Getty Images)

দুবাই, ২ সেপ্টেম্বর: আজ, শুক্রবার চলতি এশিয়া কাপ ক্রিকেটের গ্রুপ লিগের শেষ ম্যাচ। মুখোমুখি পাকিস্তান-হংকং। এই ম্যাচে যারাই জিতবে তারা গ্রুপ এ-থেকে রানার্স হয়ে সুপার ফোরে উঠবে। হংকংকে হারালেই রবিবার দুবাইয়ে রোহিত শর্মা বনাম বাবর আজম-দের মধ্যে সুপার ফোরের ম্যাচ হবে। কারণ সুপার ফোরে রবিবার গ্রুপ এ-র চ্যাম্পিয়ন ও রানার্স-রা মুখোমুখি হবেন।

গত রবিবার গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে লড়ে হারের পর পাকিস্তানের কাছে হংকং ম্যাচ ঘুরে দাঁড়ানোর চ্য়ালেঞ্জ। ভারতরে বিরুদ্ধে হংকং সাধ্যমত লড়াই করলেও বাবর আজমদের থেকে অনেকটাই পিছিয়ে তারা। তবু হংকং অঘটন ঘটাতে মরিয়া।

বাবর আজমরা চাইছেন, হংকং শুধু হারাতে নয়, রবিবার সুপার ফোরে ভারতের বিরুদ্ধে নামার আগে  ছন্দে ফেরা জয় খুঁজতে। আরও পড়ুন-দুবাইয়ে সমুদ্র ভ্রমণে ভারতীয় দলের খেলোয়াড়রা, দেখুন ভিডিও

এশিয়া কাপে ভারত বনাম হংকং ম্যাচ কবে, কখন আয়োজিত হবে?

ভারত বনাম হংকং ম্যাচ আজ, শনিবার ২ সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

কখন থেকে শুরু হবে ম্যাচ?

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে ম্যাচ। টস হবে ৭টায়।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।

অনলাইনে খেলা কীভাবে দেখা যাবে?

ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।