PAK T20I Team (Photo Credit: Pakistan Cricket/ X)

প্রথমে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপর ভারত। চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে টানা দুটো ম্যাচে বিপর্যস্ত হয়ে বিদায়ের মুখে দাঁড়িয়ে পাকিস্তান। আজ, মঙ্গলবার রাতে গ্রুপে তাদের তৃতীয় ম্যাচে নামছে কানাডার বিরুদ্ধে নামছে বাবর আজমের দল। এই ম্যাচে শুধু জিতলেই হবে না, নেট রান রেটের কথা মাথায় রেখে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। দু ম্যাচে শূন্য পয়েন্টে দাঁড়িয়ে থাকা পাকিস্তানকে এখন তাদের গ্রুপের বাকি দুটি ম্যাচে জিতলেই হবে না, সঙ্গে প্রার্থনা করতে হবে আমেরিকা যেন আর কোনও ম্যাচে না জেতে। আমেরিকার সেখানে বাকি দুটি ম্যাচ-ভারত (বুধবার) ও আয়ারল্যান্ড (শুক্রবার)।

কানাডার বিরুদ্ধে ম্যাচের আগে পাকিস্তান শিবির কেমন যেন থম মেরে গিয়েছে। রবিবার রাতে ভারতের বিরুদ্ধে মাত্র ১২০ রান তাড়া করতে না পারার দু:স্বপ্নটা বাবর আজমদের চোখেমুখে ধরা পড়ছে। তবে মুখে বাবর, রিজওয়ান-রা বলছেন, কানাডা ম্যাচ থেকেই তারা ঘুরে দাঁড়াচ্ছেন। নিজেদের হারের পিছনে পিচকেও কাঠগড়ায় তুলছে পাকিস্তান শিবির।

অন্যদিকে, প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে বড় রান করেও হারতে হয়েছে কানাডাকে। পাকিস্তানকে বিনা লড়াইয়ে জমি ছাড়তে নারাজ কানাডা।

এক নজরে পাকিস্তান বনাম কানাডা ম্যাচ নিয়ে জরুরি কিছু তথ্য--

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম কানাডা, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ?

আজ, মঙ্গলবার ১১ জুন নিউ ইয়র্কে আইসিসি টি-২০ বিশ্বকাপ গ্রুপ লিগের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও কানাডা।

কখন থেকে শুরু হবে পাকিস্তান বনাম কানাডা বিশ্বকাপের ম্যাচ?

পাকিস্তান বনাম কানাডা, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮টা থেকে।

জেনে নিন টিভিতে কোথায় পাকিস্তান বনাম কানাডা টি-২০ বিশ্বকাপের ম্যাচ

সরাসরি টিভিতে পাকিস্তান বনাম কানাডা, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)-এর বিভিন্ন চ্যানেলে। ইংরেজি, হিন্দি সহ মোট ৭টি ভাষায় হবে কমেন্ট্রি।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম কানাডা, আইসিসি টি-২০ বিশ্বকাপ ম্যাচ

ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে সরাসরি সম্প্রচারিত হবে পাকিস্তান বনাম কানাডা, আইসিসি টি-২০ বিশ্বকাপের ম্যাচ।