আগামিকাল, বুধবার থেকে এশিয়া কাপ অভিযান শুরু করছে পাকিস্তান। উদ্বোধনী ম্যাচে নিজেদের দেশের মাটিতে মুলতানে নেপালের বিরুদ্ধে খেলতে নামছে বাবর আজমের দল। গ্রুপের প্রথম ম্য়াচে নেপালের বিরুদ্ধে ম্যাচের আগে প্রথম একাদশ ঘোষণা করল পাকিস্তান। চোট-আঘাত না হলে এই একাদশই ভারতের বিরুদ্ধে নামতে চলেছে। পাকিস্তান এখন ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দল।
আফগানিস্তানের বিরুদ্ধে ৩-০ ওয়ানডে সিরিজ জিতে এশিয়া কাপে নামছেন বাবর আজমরা। পাকিস্তানের প্রথম একাদশ দেখেই মনে হচ্ছে দলটার বেশ ভারসাম্য রয়েছে। পাকিস্তানের সবচেয়ে শক্তির জায়গা বাবর আজমের ব্যাটিং আর দলের পেস আক্রমণ। আর দুর্বলতার জায়গা হল মিডল অর্ডার আর বাবর আজমের ওপর অত্য়ধিক নির্ভরতা। পাকিস্তানের প্লাস পয়েন্ট হল ব্য়াটিং গভীরতা। মাইনাস পয়েন্ট ধারাবাহিকতার অভাব ও চোক করা।
পাকিস্তানের প্রথম একাদশে উইকেটকিপার সহ ৬ স্পেশালিস্ট ব্যাটার, দুই স্পিনার ও তিন স্পেশালিস্ট পেসার। পাকিস্তানের বোলিং আক্রমণে তারকা পেসার শাহিন আফ্রিদির দিকে সবার নজর। দারুণ ফর্মে রয়েছেন আফগান সিরিজ দারুণ বল করা পেসার নাসিম শাহ।
নেপালের বিরুদ্ধে পাকিস্তানের প্রথম একাদশ:
ফকহর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সলমন আঘা, ইফতিকার আহমেদ, শাদব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্য়ারিস রউফ।
এশিয়া কাপের উদ্বোধনী ম্য়াচ
পাকিস্তান বনাম নেপাল
স্থান- মুলতান ক্রিকেট স্টেডিয়াম
(বুধবার, ভারতীয় সময় দুপুর ২টো থেকে শুরু)