বাইশ গজের দুনিয়ায় নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে পাকিস্তান (Pakistan Cricket Board)। এবার পাকিস্তানের হাত ধরে আসতে চলেছে জাতীয় দলের জন্য অনলাইন কোচ। দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার (Micky Arthur)-কে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অনলাইন কোচ হিসেবে নিয়োগ করতে চলেছে পিসিবি। ২০২৪ পর্যন্ত আর্থারকেই ভার্চুয়াল কোচ হিসেবে বাবরদের জন্য রাখা হচ্ছে। হাতে ব্যাট-গ্লাভাস, প্যাড পরে নয় আর্থার অনলাইনে থেকেই কোচিং করাবেন। দলের সঙ্গে সফর না করে, পাকিস্তানে না এসে, শুধু কম্পিউটার বা ল্যাপটপ-ট্যাব খুলে অনলাইনে থেকেই ভার্চুয়াল কোচিং করাবেন মিক আর্থার। সেক্ষেত্রে বাবর আজমদের থাকতে চলেছে দু জন প্রধান কোচ-একজন অনলাইনে, অন্যজন অফলাইন বা মাঠে কিংবা ড্রেসিংরুমে।
ক দিন আগে পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি বাবর আজমদের কোচিং করানোর জন্য মিকি আর্থারের কাছে সরাসরি প্রস্তাব করেন। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি আর্থার। কিন্তু তাঁকে পেতে মরিয়া নাজম শেঠি, আর্থারকে শুধু অনলাইনেই কোচিং করানোর প্রস্তাব দিলে, তিনি তা রাজি হয়ে যান বলে পাক সংবাদমাধ্যমে প্রকাশ। আরও পড়ুন-মুরলী বিজয়ের অবসর
দেখুন ভিডিয়ো
Micky Arthur will be 1st World ON-LINE coach of Pakistan International team.
NZ Home series, ONLINE Coaching
Asia Cup 2023, ONLINE coaching
Afghanistan series, ONLINE coaching
World Cup 2024, ONLINE coaching
England tour 24, ONLINE coaching pic.twitter.com/De6qkhL4Cm
— Ejaz Wasim Bakhri (@ejazwasim) January 30, 2023
গত বছর টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলা ছাড়া একেবারে খারাপ গিয়েছে পাকিস্তান ক্রিকেটের কাছে। কোনও টেস্ট জিততে পারেননি বাবর আজমরা। অথচ পাকিস্তান দলে প্রতিভার অভাব নেই। আর তাই বাবর, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের কোচিংয়ের পিছনে গুরুত্ব দিচ্ছে পিসিবি। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত পাকিস্তানের কোচিংয় করিয়ে টেস্টে দারুণ সাফল্য পেয়েছিলেন আর্থার।
আধুনিক ক্রিকেটের দারুণভাবে ধাতস্থ, ক্রিকেটীয় জ্ঞান ও মস্তিষ্কের কারণে অনলাইনের মাধ্যমেই আর্থারকে কাজে লাগাতে চায় পাকিস্তান। এর আগে মিকি আর্থার দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার মত দেশের জাতীয় দলের কোচিং করিয়ে সাফল্য পেয়েছেন।
বর্তমানে পাকিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করছেন সাকলেন মুস্তাক, বোলিং কোচ হিসেবে আছেন শন টেট।