India vs Pakistan (Photo Credits: Getty Images)

ইসলামাবাদ, ৮ জুলাই: এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি টিম ইন্ডিয়া। তবে পিসিবি-কে সান্ত্বনা পুরস্কারে এশিয়া কাপে পাকিস্তানে কিছু ম্যাচর আয়োজন করতে দেওয়া হয়েছে। এবার ভারতে অক্টোবরে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসবে কি পাকিস্তান ক্রিকেট দল? ভারতে বিশ্বকাপের দল পাঠানো নিয়ে পিসিবি যাবতীয় সিদ্ধান্ত দেশের সরকারের হাতে ছেড়েছে। এবার ভারতে বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে১৪ সদস্যের হাইপ্রোফাইল কমিটি গড়ল পাক সরকার। উচ্চ পর্যায়ের সেই ১৪ জনের কমিটিতে আছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি।

চলতি বছর এপ্রিলে SCO সম্মেলনে যোগ দিতে গোয়ায় এসেছিলেন বিলওয়াল ভুট্টো। কমিটি গড়ার আগে ভারতে নিরাপত্তা খতিয়ে দেখার জন্য বিশেষ দল গড়েছে পাকিস্তান। আরও পড়ুন-প্রায় ১ হাজার কোটির সম্পত্তি ধোনির, জানুন মাহির প্রকাশিত আয়ের হিসেব

দেখুন টুইট

ভারতে খেলতে না গেলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে পিসিবি। পাশাপাশি বিশ্বকাপে না খেললে দেশবাসীর মধ্যেও হতাশা তৈরি হবে বলে আশঙ্কায় পাকিস্তান। ফলে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে বাধ্য হতে পারে পাকিস্তান। আগামী ১৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপে রাউন্ড রবীন লিগের ম্যাচে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলার কথা পাকিস্তানের।