অ্যাডিলেড, ৪ নভেম্বর: আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ড। শুক্রবার অ্যাডিলেডে সুপার ১২-পর্বে গ্রুপে তাদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সাত পয়েন্টে শেষ করল কিউইরা। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড গ্রুপে তাদের শেষ ম্যাচে জিতলেও সাত পয়েন্টে শেষ করবে। কিন্তু নিউজিল্যান্ডের নেট রানরেট এতটাই ভাল যে, যে কেন উইলিয়ামসনের দলের সেমিতে খেলা কার্যত নিশ্চিত। এখন একটা শর্তে নিউজিল্যান্ড বিদায় নিতে পারে।
তা হল অস্ট্রেলয়া তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১৮৫ বা তার বেশি রানের ব্যবধানে হারাবে, আর ইংল্যান্ড শেষ খেলায় শ্রীলঙ্কাকে হারাবে ১২৮ রান বা তার বেশিতে। অস্ট্রেলিয়া ম্যাচে আফগানরা যদি প্রথমে ব্যাট করে, তাহলেই কিউইরা সেমিতে উঠে যাবে। একটু পরেই অ্যাডিলেডে নামছে অস্ট্রেলিয়া ও আফগানরা। আরও পড়ুন-
কার মাথায় উঠবে আইসিসি- র অক্টোবর মাসের সেরার শিরোপা? দেখে নেব এক নজরে
দেখুন টুইট
New Zealand register a comfortable victory against Ireland at the Adelaide Oval 👏#T20WorldCup | #IREvNZ | 📝 https://t.co/GxSSNsV9j5 pic.twitter.com/VgscLhbjYG
— ICC (@ICC) November 4, 2022
চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে উড়িয়ে শুরু করে নিউজিল্যান্ড। তারপর আফগানিস্তানের বিরুদ্ধে কিউইদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। তারপর কেন উইলিয়ামসনরা ৬০ রানে হারান শ্রীলঙ্কাকে। সেমির পথে এক পা বাড়িয়ে রাখা নিউজিল্যান্ড এরপর হেরে যায় ইংল্যান্ডের বিরুদ্ধে। শেষ ম্যাচে এদিন আইরিশদের হারিয়ে আইসিসি ট্রফিতে ভাল খেলার রীতি ধরে রাখলেন কেন উইলিয়ামসনরা। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছিল কিউইরা।
ফর্মে ফিরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এদিন দেশকে জেতালেন কেন উইলিয়ামসন। ৩৫ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস খেলেন কিউই অধিনায়ক। হ্যাটট্রিক করেন আইরিশ পেসার জোশ লিটল। কিউই ইনিংসের ১৯তম ওভারে পরপর তিন বলে কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও টিম সাউদিকে আউট করেন লিটল। নির্ধারিত ২০ ওভার নিউজিল্যান্ড করেছিল ৬ উইকেটে ১৮৫ রান। জবাবে ব্যাট করতে নেমে দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং (৩৭), অ্যান্ডি বালবিরনি (৩০) ভাল খেললেও, দু জনে ফিরতেই আইরিশরা আর লড়তে পারেনি। পুরো ২০ ওভারে খেলে আয়ারল্যান্ড করে ১৫০ রান। লোকি ফার্গুসন ২২ রানে ৩টি উইকেট নেন। সাউদি, স্ট্যান্টনার, ইশ সোধি দুটি করে উইকেট নেন।