Mithali Raj (Photo: Twitter)

কুইন্সটাউন, ১৫ ফেব্রুয়ারি: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৩ উইকেট হারাল ভারত মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket team)। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ০-২ পিছিয়ে পড়ল ঝুলন গোস্বামী (Jhulan Goswami)-কে ছাড়া খেলতে নামা ভারত। কিউই সফরে এক ম্যাচের টি-২০ সিরিজ সহ টানা তিন ম্যাচে হারল ভারতীয় মহিলা। দল আগামী মাসে এই নিউ জিল্যান্ডেই বিশ্বকাপে খেলতে নামবেন মিতালী রাজ  (Mithali Raj) -ঝুলন গোস্বামীরা। তার আগে পরপর দুটো ওয়ানডে-তে হারলেন মিতালীরা। আজ, মঙ্গলবার ক্যুইন্সটাউনে আয়োজিত সিরিজের দ্বিতীয় ওয়ানডে-তে ভারতীয় মহিলা দল প্রথমে ব্যাট করে তোলে ২৭০ রান। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান করেন অধিনায়িকা মিতালী রাজ। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (Richa Ghosh) ৬৪ বলে ৬৫ রানের দুরন্ত ইনিংস খেলেন।

মিতালী-রিচা পঞ্চম উইকেটে যোগ করেন গুরুত্বপূর্ণ ১০৮ রান। শিলিগুড়ির মেয়ে রিচা বোঝালেন আসন্ন বিশ্বকাপে তিনি দলের কাছে বড় সম্পদ হতে চলেছেন। রিচা যখন ক্রিজে নামেন তখন হরমনপ্রীতের উইকেট হারিয়ে ৪ উইকেটে ১৩৫ রানে ধুঁকছিল। সেখান থেকে একটা ওভার বাউন্ডারি, ৬টা বাউন্ডারি মারা ইনিংসে রিচা দলকে ভাল জায়গায় নিয়ে যান। ওপেনার সাবভিমেনি মেঘনা ৪৯ রানের ভাল ইনিংস খেলেন। শেফালি ভর্মা (২৪), যস্তিকা ভাটিয়া (৩১)-রা সেট হয়ে আউট হয়ে দলের বিপদ বাড়ান। আরও পড়ুন: দাদার হাত ধরে ভারতীয় ক্রিকেটের নয়া শুরু

বড় রান তাড়া করতে নেমে শুরুতে দলের সেরা ব্যাটার সুজি বেটিসকে হারালেও তিন নম্বরে নেমে অ্যামেলিয়া কের ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলে একাই দলকে জিতিয়ে আনেন। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়লেও ম্যাডি গ্রিন (৫২)-কে সঙ্গী করে দলকে জেতান কের। দীপ্তি শর্মা ৫২ রানে নেন ৪ উইকেট। ঝুলন গোস্বামী না খেলার অভাবটা বড় হয়ে দাঁড়াল। সিরিজের তৃতীয় ম্যাচ শুক্রবার। সেই ম্যাচেও হারলে সিরিজ খোয়াবে ভারত। ৪ মার্চ থেকে শুরু নিউ জিল্যান্ডে শুরু হচ্ছে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৬ মার্চ, পাকিস্তানের বিরুদ্ধে।