শনিবার বিশ্বকাপে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে প্রথমে ব্যাট করে নিউ জিল্যান্ড করল ৪০১ রান। পাকিস্তানের কার্যত ধরাছোঁয়ার বাইরে স্কোর করে সেমিফাইনালের রাস্তা প্রায় পাকা করে ফেলল কিউইরা। এবার ৪০২ রানের লক্ষ্য ব্যাট করতে নামা বাবর আজমরা একেবারে অবিশ্বাস্য কিছু করতে না পারলে বেঙ্গালুরুতে পাকিস্তানের বিশ্বকাপ থেকে ছুটি হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, এদিন কেন উইলিয়ামসনরা জিতলে একসঙ্গে চারটি দল সরকারীভাবে বিদায় নেবে-১) পাকিস্তান, ২) শ্রীলঙ্কা, ৩) নেদারল্যান্ডস, এবং ৪) ইংল্যান্ড।

এদিন, ওপেনার রচিন বরীন্দ্র ও চোট সারিয়ে দলে ফেরা অধিনায়ন কেন উইলিয়ামসনের দুরন্ত ইনিংসে ভর করে বিশ্বকাপের ইতিহাসে তাদের প্রথম ৪০০ রানের ইনিংস গড় নিউ জিল্যান্ড। ৯৪ বলে ১০৮ রানের দুরন্ত ইনিংস খেললেন ২৩ বছরের ওয়েলিংটনের ব্যাটার রচিন রবীন্দ্র। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমে তিনটি সেঞ্চুরি করার নজির গড়লেন সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের নাম দিয়ে রাখা 'রচিন'। চলতি বিশ্বকাপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করে চমকে দিলেন রচিন। ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে করেছিলেন হাফ সেঞ্চুরি। এদিন তাঁর দুরন্ত সেঞ্চুরি ইনিংস সাজানো ছিল ১৫টা বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে।

মারাত্মক চোট সারিয়ে ফিরে কেন উইলিয়ামসন ৭৯ বলে ৯৫ রান করলেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করা কিউই অধিনায়ক মারলেন ১০টি বাউন্ডারি, ২টি ওভার বাউন্ডারি। দ্বিতীয় উইকেটে কেন-রচিন জুটি ১৪১ বলে ১৮০ রান যোগ করে দলের বড় রান তোলা নিশ্চিত করেন। শেষের দিকে মার্ক চ্যাপম্যান ২৭ বলে ৩৯, গ্লেন ফিলিপ ২৫ বলে ৪১ ও মিচেল স্যান্টনার ১৭ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলের রানকে চারশো টপকে দেন।

দেখুন সংক্ষিপ্ত স্কোরবোর্ড

এদিন পাকিস্তানের বোলারদের কথা যত কম বলা যায় তত ভাল। চার স্পেশালিস্ট পেসার নিয়ে খেলে ডুবল বাবরদের তরী। দলের সেরা বোলরা শাহিন আফ্রিদি ১০ ওভারে ৯০ রান দিলেন। পাকিস্তানের বিশ্বকাপের ইতিহাসে আফ্রিদিই একটা ম্য়াচে সবচেয়ে বেশী রান দেওয়ার লজ্জার রেকর্ড গড়লেন। হ্যারিস রউফ আরও একটা ম্যাচে রানের পর রান উপহার দিয়ে গেলেন বিপক্ষ ব্যাটারদের। এবারের বিশ্বকাপে ১৭টা ওভার বাউন্ডারি হজম করা রউফ এদিন দিলেন ৮৫ রান। হাসান আলি দিলেন ৮২।