Kane Williamson with Tim Southee (Photo Credits: Twitter/Black Caps)

আবার ভারতীয় ক্রিকেটকে খুশি করল নিউ জিল্যান্ড। গতকাল, ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কাকে কিউইরা হারানোর সুবাদে আমেদাবাদে ড্র করলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। আর এবার কিউই ক্রিকেট বোর্ড জানিয়ে দিল, আইপিএলের সময় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ সিরিজ চললেও ক্রিকেটারদের ভারতের ফ্রাঞ্চাইজি টি-২০ লিগের জন্য ছাড়া হবে। এর ফলে টিম সাউদি, কেন উইলিয়ামসন, কেইল জেমিসন, ট্রেন্ট বোল্টদের পুরো আইপিএলেই পাবে ফ্র্য়াঞ্চাইজিগুলি।

আগামী ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে নিউ জিল্যান্ড- শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর আইপিএলের মাঝে ২ এপ্রিল থেকে শুরু হবে দুই দেশের তিন ম্যাচের টি-২০ সিরিজ। এই সিরিজ শেষ হবে ৮ এপ্রিল। এদিকে, আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ থেকে। ফলে কিউই বোর্ড তাদের দেশের ক্রিকেটারদের না ছাড়লে টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচ খেলতে পারতেন না। আরও পড়ুন-মাতৃহারা কামিন্স ফিরছেন না, পাঁচ বছর পর ওয়ানডে-তে দেশের নেতৃত্বে স্টিভ স্মিথ

শ্রেয়স আইয়ার চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়ায়, কেকেআরের অধিনায়কের দৌড়ে আছেন কিউই পেসার টিম সাউদি। সাউদিকে পুরো সময় পাওয়া যাওয়ায় কেকেআর-এর স্বস্তি ফিরল। তবে কিউই ক্রিকেটারদের পুরো সময় মেলায় সবচেয়ে খুশি হবে ধোনির সিএসকে। কারণ চেন্নাইয়ে আছেন তিন কিউই তারকা- ১) ডেভন কনওয়ে, ২) কেইল জেমিসন, ৩) মিচেল স্যান্টনার।