আজ, শনিবার কোজাগরী লক্ষ্মীপুজোয় বিশ্বকাপের বোধন হল ইডেন গার্ডেন্সে। ক্রিকেটে নন্দন কাননে চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করল ২২০ রান। ডাচরা মাত্র ২ রানের মধ্য তাদের দুই ওপেনারকে হারিয়ে বড় বিপদে পড়ে গিয়েছিল। এরপর মাত্র ৬৩ রানের মধ্যে ৪ উইকেট পড়ে গেলেও ডাচরা কিছুটা ভদ্রস্থ ইনিংস গড়ল অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সৌজন্যে।
সাকিব আল হাসানদের বলের ঝাঁঝ সামলে এডওয়ার্ডস ৬৮ রানের দুরন্ত ইনিংস ইনিংস খেললেন। অধিনায়ককে ভাল সঙ্গ দিলেন ওয়েসলে বারেসি (৪১)। সাত নম্বরে নেমে সাইব্র্যান্ড ইংগলিব্রেচট (৩৫) লড়াকু ইনিংস খেলেন। তবে বাকিরা ব্যর্থ হওয়ায় ডাচদের রান তেমন বড় হল না। বাংলাদেশের বোলাররা সবাই বেশ ভাল বল করলেন। শরিফুল, তাসকিন, মুস্তাফিজুর, মেহদি হাসান মিরাজ-চারজনেই দুটি করে উইকেট নিলেন। সাকিব আল হাসান একটি উইকেট নেন। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক দেখাল মুস্তাফিজুরকে। ডাচ অধিনায়ক এডওয়ার্ডসকে আউট সহ ৩৬ রানে ২ উইকেট নেন বাংলাদেশের স্পিডস্টার।
২৭ বছর পর ইডেনে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হল। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ভারতে হলেও, সংস্কারের কারণে টুর্নামেন্টের আগে মাঠ তৈরি না হওয়ায় ইডেনে কোনও ম্যাচ হয়নি। চলতি বছর বিশ্বকাপে ইডেনে মোট পাঁচটি ম্যাচ হবে। ভারতের ইডেনে ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ নভেম্বর। তার আগে ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে। এরপর ১১ নভেম্বর কলকাতায় হবে ইংল্যান্ড-পাকিস্তান ম্য়াচ। এ ছাড়াও ১৬ নভেম্বর ইডেনে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হবে।