দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সবচেয়ে বড় অঘটন ঘটানোর পর ফের চমকে দিল নেদারল্যান্ডস। শনিবার লখনৌয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল।
শ্রীলঙ্কার দুই পেসার দিলশান মাদুশঙ্কা ও কাসুন রাজিথা তখন আগুন ঝরাচ্ছিলেন। মনে হচ্ছিল, ডাচরা ১২৫-র মধ্যেই গুটিয়ে যাবেন। কিন্তু সেখান থেকে সপ্তম উইকেটে রেকর্ড ১৩৫ রানের পার্টনারশিপ করলেন দুই ডাচ ব্যাটার সাইব্র্যান্ড ইংঙ্গেলব্রেচট ও বোগান ভান উইক। বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে এটাই সপ্তম উইকেটে সবচেয়ে বেশী রানের পার্টনারশিপ।
সাইব্র্যান্ড ৭০ ও লোগান ৫৯ রান করেন। ৯১ রানে ৬ উইকেট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে নেদারল্যান্ডস শেষ পর্যন্ত করল ২৬২ রান। ২২ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়েছিলেন ডাচরা। সেখান থেকে তারা অল আউট হল ৪৯.৪ ওভারে। শ্রীলঙ্কার দুই পেসার মাদুশঙ্কা ৪৯ রানে ৪টি ও রাজিতা ৫০ রানে ৪ উইকেট নেন।