Shreyas Iyer (Photo Credit: IPL/ X)

PBKS vs RR: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যাওয়ার পর ফের শুরু হল আইপিএল। গতকাল, শুক্রবার বেঙ্গালুরুতে আরসিবি বনাম কেকেআর ম্যাচ পুরোটাই বৃষ্টিতে ধুয়ে যায়। একটা বলও হয়নি। সেই হিসেবে রবিবার ফের আইপিএলে মাঠে বল গড়াল। আট দিনের বিরতির পর আইপিএলে ফিরে পঞ্জাব তাদের কিংস সুলভ মেজাজেই দেখাল। রবিবার বিকেলে জয়পুরে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে পঞ্জাব কিংস নির্ধারিত ২০ ওভারে করল ৫ উইকেটে ২১৯ রান। চার নম্বরে নেমে ৩৭ বলে ৭০ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন প্রীতি জিন্টার দলের লুধিয়ানার প্রতিশ্রুতিমান ব্যাটার নেহাল ওয়াধেরা (Nehal Wadhera )।

৩৪ রানে ৩ থেকে পঞ্জাবের ২১৯

৩৪ রানে ৩ উইকেট থেকে নেহালের ৫টি ওভার বাউন্ডারি, ৫টি বাউন্ডারি দিয়ে সাজানো সুপার সেভেনটি ইনিংসের সৌজন্যেই পঞ্জাব বড় রানের ইনিংস গড়ল। নেহালকে যোগ্য সঙ্গত দেন শশাঙ্ক সিং (৩০ বলে ৫৯)। শেষের দিকে আফগান অলরাউন্ডার আঝমাতুল্লা ওমরঝাই (৯ বলে ২১ অপরাজিত) ভাল ক্যামিও ইনিংস খেলেন। পাঁচে নেমে অধিনায়ক শ্রেয়স আইয়ারও (২৫ বলে ৩০) ভাল খেলেন।

বেশ কিছু ভাল শট খেললেন শ্রেয়স আইয়ার

আজ জিতলেই প্লে অফের অনেকটা কাছে চলে যাবে পঞ্জাব

তবে প্রথমবার আইপিএলে নেমে তিন নম্বরে ব্যাট করে শূন্য রান আউট হবেন অলরাউন্ডারি মিচেল আওয়েন। রান পাননি ওপেনার প্রিয়াংশ আরিয়া (৯)-ও। এই ম্যাচে জিতলেই শীর্ষে থাকা বেঙ্গালুরু (১২ ম্যাচে ১৭)-কে ধরে ফেলবে পঞ্জাব (১১ ম্যাচে ১৫)।