Modi Stadium: আরও একটা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হতে চলেছে আমেদাবাদে (Ahmedabad)। তিন বছর পর ক্রিকেট বিশ্বের আরও একটা মহাম্যাচের আসর বসছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। ২০২৬ পুরুষদের টি-২০ বিশ্বকাপের (ICC T20 World Cup Final 2026) ফাইনাল আয়োজিত হবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ-র শহরে ও দেশের প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামে। তবে যেহেতু পাকিস্তান ভারতে খেলতে আসবে না, তাই পাকিস্তান যদি টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওঠে সেক্ষেত্রে আমেদাবাদের পরিবর্তে খেতাব নির্ধারণী ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোয়। ২০টি দেশকে নিয়ে আগামী বছর ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ২০২৬ টি-২০ বিশ্বকাপ। ফাইনাল ৮ মার্চ। ৪টি গ্রুপে ভাগ করে হবে খেলা। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে ২০২৬ টি-২০ বিশ্বকাপের।
তিনটি আইপিএলের ফাইনালের পর দুটো বিশ্বকাপের ফাইনালেও মোদী স্টেডিয়ামে
প্রসঙ্গত, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালও হয়েছিল আমেদাবাদের মোদী স্টেডিয়ামে। আগে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল মানেই ছিল কলকাতার ইডেন গার্ডেন্স বা মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখন সেই জায়গা নিয়ে ফেলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ২০২১ সালের ফেব্রুয়ারিতে উদ্বোধনের পর থেকে ভারতীয় ক্রিকেটে বাইশ গজের সবচেয়ে বড় ম্যাচগুলি নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই আয়োজিত হচ্ছে। তিনটি আইপিএল ফাইনালের পাশাপাশি পুরুষদের দুটো বিশ্বকাপের ফাইনালের আয়োজন হবে আমেদাবাদে।
দেখুন খবরটি
Next year's men's T20 World Cup is likely to take place from February 7 to March 8 in India and Sri Lanka, with the final to be held in Ahmedabad or Colombo
Full story: https://t.co/LImYpNQBGU pic.twitter.com/ZdkU91alcs
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 9, 2025
বাইশ গজের দুনিয়ায় আমেদাবাদের রাজ
চলতি বছর আইপিএলের ফাইনালে ইডেন গার্ডেন্স থেকে সরে মোদী স্টেডিয়ামেই করা হয়েছিল। পাশাপাশি ২০২২ ও ২০২৩ আইপিএলের ফাইনালেও মোদী গড়েই হয়েছিল। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনাল ১৯ নভেম্বর আমেদাবাদেই আয়োজিত হয়েছিল। ২০৩৬ অলিম্পিকের আসর আমেদাবাদে আয়োজনের ব্যাপারে ঝাঁপাচ্ছে ভারতীয় অলিম্পিক সংস্থা। সব ঠিক থাকলেই আমেদাবাদের মোদী স্টেডিয়ামে ২০৩৬ গ্রীষ্মকালীন অলিম্পিকের আসরও বসতে পারে।
ইডেনে এর আগে দুবার বিশ্বকাপের ফাইনাল আয়োজিত হয়েছিল
১৯৮৭ বিশ্বকাপের ফাইনাল হয়েছিল কলকাতার ইডেনে। ২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল হয়েছিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এরপর ২০১৬ টি-২০ বিশ্বকাপের ফাইনাল হয় কলকাতার ইডেন গার্ডেন্সে। এরপর পুরুষদের টানা দুটো ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের আয়োজন আমেদাবাদে।