Mushfiqur Rahim

বাংলাদেশের ক্রিকেটে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। সিলেটে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাত্র ৬০ বলে সেঞ্চুরি করলেন ৩৫ বছরের মুশফিকুর। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই বাংলাদেশের করা কোনও ব্যাটারের দ্রুততম সেঞ্চুরি। মুশফিকুরের ইতিহাস গড়া সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে করে ৬ উইকেটে ৩৪৯ রান।

মাত্র ৬৩ বলে সেঞ্চুরি করে ওয়ানডে-তে বাংলাদেশের জার্সিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ছিল সাকিব আল হাসান (জিম্বাবোয়ের বিরুদ্ধে, বুলাওয়ে ২০০৯ সাল)-এর দখলে। সোমবার সিলেটে রহিম ভাঙলেন সাকিবের নজির। আরও পড়ুন-আইপিএলে এবার নয়া অবতারে গেইল, ডেভিলিয়ার্স

দেখুন টুইট

৬ নম্বরে ব্যাট করতে নেমে ১৪টা বাউন্ডারি, ২টো ওভার বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি করেন বাংলাদেশের এই তারকা উইকেটকিপার-ব্যাটার। ইনিংসের শেষ বলে সিঙ্গলস নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিকুর। সেঞ্চুরি করতে হলে ইনিংসের শেষ ওভারে তাঁকে করতে হত১১ রান। দুটো বাউন্ডারি মেরে ওয়ানডে-তে নিজের নবম সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৬০ বলে।