মুম্বই, ১৮ মার্চ: একবার ট্রফি সহ গুজরাট টাইটান্সকে দু'বার আইপিএলের ফাইনালে তোলা অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দু বছর পর তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ন্সে ফিরেছেন। এবার রোহিত শর্মার পরিবর্তে হার্দিক নেতৃত্ব দেবেন আম্বানিদের মুম্বই ফ্র্যাঞ্চাইজিকে। চোট সারিয়ে আইপিএলে খেলতে নামার আগে হার্দিক এদিন সাংবাদিক সম্মেলনে বললেন,"২০১৫ থেকে মুম্বই ইন্ডিয়ন্সে খেলার পর থেকে আমার কেরিয়ারে যা হয়েছে তা আমার কাছে এখনও স্বপ্ন মনে হয়। সত্যি বলতে আমি কখনও ভাবিনি যেখানে আমি এখন দাঁড়িয়ে আছে, এতটা দূর আমি যেতে পারব বলে। কিন্তু পরিশ্রম আমায় এই জায়গায় নিয়ে এসেছে। মুম্বইয়ে ফিরে, আমার প্রিয় মুম্বই ইন্ডিয়ন্সে ফিরে, আমার সবচেয়ে পছন্দের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফিরে দারুণ লাগছে।"
আগামী ২৪ মে তাঁর পুরনো দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মুম্বই ইন্ডিয়ন্সের নতুন অধিনায়ক হার্দিকের এবারের আইপিএল শুরু হচ্ছে।
দেখুন ভিডিয়ো
Watch: "Everything I have known from 2015 to now has been through this journey and my whole life changed from there. The journey has been very dreamful, never though I will reach here. Really grateful to come back here and play on the ground which is my favourite ground." Mumbai… pic.twitter.com/XeOoPjK8A3
— IANS (@ians_india) March 18, 2024
মুম্বই ইন্ডিয়ন্সের প্রথম ম্যাচ আমেদাবাদে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। ওয়াংখেড়েতে হার্দিকদের প্রথম ম্যাচ পয়লা এপ্রিল, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।