গতকাল, রবিবার নিউ ইয়র্কে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট অমল কালে (Amol Kale)। ম্যাচ জয়ের পর দারুণ খুশি দেখাচ্ছিল তাঁকে। মুম্বই ক্রিকেট সংস্থার অন্যান্য কর্তা ও বন্ধুদের সঙ্গে গ্যালারিতে বসে খেলা দেখছিলেন তিনি। স্টেডিয়াম থেকে ম্যাচ দেখে ফেরার পর কার্ডিয়াক অ্যারেস্টে নিউ ইয়র্কে মারা গেলেন তিনি। মুম্বই ক্রিকেটের প্রধান অমল কালে-র অকাল প্রয়াণে শোকের ছায়া।
সচিন তেন্ডুলকর থেকে রোহিত শর্মা-রা দারুণ পছন্দ করতেন অমল কালে-কে। তাঁর উদ্যোগেই মুম্বই ক্রিকেটারদের ম্যাচ পারিশ্রমিক দ্বিগুণ হয়।
দেখুন ছবিতে টুপি পরা ব্যক্তি অমল কালে মারা যান
Mumbai Cricket Association president Amol Kale has passed away due to a cardiac arrest in USA. Kale (wearing a cap in the pic) watched the India vs Pakistan match live from the stadium along with MCA office bearers @the_hindu @sportstarweb pic.twitter.com/f3Nl2KFEeK
— Amol Karhadkar (@karhacter) June 10, 2024
প্রসঙ্গত, নিউ ইয়র্কে গ্রুপ লিগের টানটান ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারায় ভারত। একেবারে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বুমরা, অক্ষরদের দারুণ বোলিংয়ে ভর করে জেতে টিম ইন্ডিয়া। ম্যাচের বিভিন্ন সময় বেশ টানটান উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল।