আগামী ২০ জুলাই থেকে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে আয়োজিত হতে চলেছে মহিলাদের ফুটবল বিশ্বকাপ (FIFA Women's World Cup 2023)। এরই মাঝে ২০২৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপের (FIFA Women's World Cup 2027) আয়োজক খোঁজার পর্ব শুরু হয়ে গেল। ২৭-এ মহিলাদের ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখাল রেকর্ড সংখ্যক দেশ।
বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডস-ইউরোপের এই তিন দেশ একত্রে মহিলাদের বিশ্বকাপ আয়োজনে আগ্রহ দেখিয়েছে। ২০২৬ সালে পুরুষদের বিশ্বকাপ আয়োজন করেই পরের বছর মহিলাদের ফুটবল আয়োজক হতে ঝাঁপাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র ও মহিলা। আরও পড়ুন- ইউরোপের এই দেশগুলিতে কত শতাংশ পর্নস্টার? পরিসংখ্যানে চোখ কপালে উঠবে
দেখুন টুইট
#FIFA has announced that it had received a total of four expressions of interest from member associations to host the 2027 FIFA Women's World Cup.
The FIFA Congress on May 17, 2024, will make the decision on the hosts.#FIFAWWC pic.twitter.com/6dR9cnRFyT
— IANS (@ians_india) April 25, 2023
ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাও চাইছে আয়োজক হতে। আগামী ১৯ মে-র মধ্যে ২০২৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে দরপত্র জমা দিতে হবে। সব দিক খতিয়ে দেখে আগামী বছর মে মাসে জানানো হবে, ২০২৭ বিশ্বকাপের আয়োজন করার দায়িত্ব কারা পাবে।