মাহেন্দ্র সিং ধোনির এই রূপ আগে কখনও কী দেখেছেন আপনি? হয়তো দেখেননি। ডান্স ফ্লোরে চুটিয়ে নাচলেন ধোনি। কখনও বন্ধুদের সঙ্গে আবার কখনও স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিহ্বার সঙ্গে নাচলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ক্যাপ্টেন কুল। এই ধরণের দৃশ্য সচরাচর দেখা পড়েনা। কারণ মাহেন্দ্র সিং ধোনি এই সমস্ত বিষয়ে যে বেজায় লাজুক, সেটা সকলেই জানেন। তবে এ দৃশ্য সেই ভাবনাটাই বদলে দেবে। মা-বাবার সঙ্গে হাত ধরে তাদের ছন্দেই নাচার চেষ্টা করছে জিহ্বাও। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, জিহ্বা, সাক্ষী এবং ধোনি একটি পার্টিতে গেছেন। সেখানেই কিছু বন্ধু-বান্ধবের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন তারা। ভিডিওটিতে দেখা মিলবে ক্যাপ্টেন কুলের একেবারে অন্যদিক। নাচের শেষে তিনজন ক্যামেরার দিকে তাকিয়ে পোজও দেন। মা বাবা মিলে মেয়ে জিহ্বাকে শেখাচ্ছিলেন নাচও। ভিডিওটি দেখলে আপনার মন ভাল হতে বাধ্য।
দেখুন ভিডিওটি-