চিনের হাংঝৌতে এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে অবাক করা কাণ্ড। গ্রুপ এ-র প্রথম ম্যাচে ইন্দোনেশিয়া মহিলা দলের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে মাত্র ১৫ রানে আউট হয়ে গেল মঙ্গোলিয়ার মহিলা দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ইন্দোনেশিয়ার মহিলারা করেছিল ৪ উইকেটে ১৮৭ রান। এরপর জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারায় মঙ্গোলিয়া। ৯ রানের মধ্যে টপ অর্ডারের ৬ জন আউট হওয়ার পর মঙ্গোলিয়া ১০ ওভারে ১৫ রান করে অল আউট হয়। মঙ্গোলিয়ার সাতজন ব্যাটার শূন্য রানে আউট হন। ১৫ রানের মধ্যে অতিরিক্ত হিসেবে আসে ৫ রান। সর্বোচ্চ রান ওপেনার বাতজারগার ইছিনখোরলো (৫)-র। মঙ্গোলিয়ার মাত্র চারজন ব্যাটার স্কোরবোর্ডে খাতা খুলতে পেরেছেন। ইন্দোনেশিয়া এই ম্যাচে জেতে ১৭২ রানে।

মঙ্গোলিয়ার মহিলা দলের ক্রিকেটারদের দেখে মনে হচ্ছিল না, তারা ব্যাটিংয়ের নূন্যতম জ্ঞানটাও জানেন। ফুটওয়ার্ক তো দূরের কথা কয়েকজন ব্যাটটাও ঠিকমত ধরতে পারেননি। এই প্রথম কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে নামল মঙ্গোলিয়ার মহিলা ক্রিকেট দল।

এবার এশিয়ান গেমসে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল পূর্ণশক্তির দল পাঠিয়েছে। ভারতীয় মহিলা দল বৃহস্পতিবার থেকে একেবারে সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে নামবে। পুরুষদের মতই এশিয়াডে কোয়ার্টার ফাইনাল থেকে সরাসরি খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালের বাকি চারটি দল দুটি গ্রুপ থেকে উঠে আসবে। কোয়ার্টার ফাইনাল থেকে তিনটি ম্যাচ জিতলে সোনা পাওয়া যাবে। ২৫ সেপ্টেম্বর মহিলাদের ফাইনালের পর শুরু হবে পুরুষদের ক্রিকেট।