টোকিও, ৭ মে: আইপিএলে এখন প্রায় প্রতি ম্য়াচেই দুশোর উপরে রান করছে দলগুলি। কলকাতা নাইট রাইডার্স তো চলতি আইপিএলে বেশীরভাগ ম্যাচেই ২০০ প্লাস রান করেছে। কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে উল্টপূরাণ। সানোতে আয়োজিত জাপানের বিরুদ্ধে সিরিজের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মঙ্গোলিয়া মাত্র ৩৩ রানে অল আউট হয়ে গেল। মঙ্গোলিয়া অল আউট হল ১২.৪ ওভারে। প্রথমে ব্যাট করে জাপান করেছিল ৫ উইকেটে ১৯৯ রান।
জাপানের উইকেটকিপার-ব্যাটার ওয়াতারু মিয়াউচি ৫৪ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন। আর ভারতীয় বংশোদ্ভূত সাবোরিশ রবিচন্দ্রন করেন ২৪ বলে ৫৪ রান।
দেখুন খবরটি
JAPAN WIN 🎌
日本がモンゴルを相手に166ラン差で勝利👏
レポートは以下のリンクよりご確認いただけます!
Strong start to the series!
Match report available below 👇
@mki_press|#japancricket #クリケット #日本代表 pic.twitter.com/43vqcNwikk
— Japan Cricket Association|日本クリケット協会 (@CricketJapan) May 7, 2024
জবাবে ব্যাট করতে নেমে মঙ্গোলিয়ার কেউ দু অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ রান ওপেনার হিতেশ উপাধ্যায় (৮) ও অতিরিক্ত (৮)-র। মঙ্গোলিয়ার তিনজন ব্যাটার শূন্য রানে আউট হন, দুজন এক রানে, দু জন ৫ রানে আউট হন।