গত বছর ওয়ানডে বিশ্বকাপে অবিশ্বাস্য বোলিং করে ক্রিকেটপ্রেমীদের হৃদয় জেতেন ভারতের তারকা পেসার মহম্মদ সামি (Mohammed Shami)। কিন্তু বিশ্বকাপের পর থেকে চোটের কারণে একটার পর একটা সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন বাংলা থেকে জাতীয় সুযোগ পাওয়া তারকা পেসার।
ক'দিন আগেই লন্ডনে গোড়ালিতে অস্ত্রপচার হয় শামি-র। এরপর থেকেই সবার কৌতূহল কবে মাঠে ফিরবেন তিনি।ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারেননি, আসন্ন আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন। এবার জানা গেল জুনে হতে চলা টি-২০ বিশ্বকাপে খেলারও সম্ভাবনা নেই শামি-র। তবে বিসিসিআই সচিব জয় শাহ জানালেন, চলতি বছর সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলের হয়ে প্রত্যাবর্তন করবেন শামি। তাঁর চোট নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বোর্ড কর্তারা।
দেখুন খবরটি
BCCI Secretary Jay Shah has announced that India pacer Mohammed Shami is expected to make a return to international cricket during India's Test series against Bangladesh in September 2024.
Read more: https://t.co/c4KcW1pO5m#JayShah #BCCI #MohammedShami #ITCard pic.twitter.com/gCSilf8AR6
— IndiaToday (@IndiaToday) March 11, 2024
শামি-র থেকে এখনও অনেক ভাল স্পেল আসা বাকি রয়েছে। আর তাই শামির চোট পুরোপুরি সেরে তারপর তিনি মাঠে ফিরুন, সেটাই চাইছেন নির্বাচকরা।