একেবারে শেষ ল্যাপে এসে পা পিছলে গেল ভারতীয় দলের। পুরো বিশ্বকাপটা অসাধারণ খেলে টানা ১০টা ম্য়াচ জিতে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসল টিম ইন্ডিয়া। আমেদাবাদ স্টেডিয়ামে অজিদের কাঠে হারের পর কান্নায় ভেঙে পড়েন অধিনায়ক রোহিত শর্মা থেকে মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা থেকে কুলদীপ যাদবরা। হারের হতাশায় ভেঙে পড়ে বিরাট কোহলি টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার নিতে উঠেও কথা বলতে রাজি হননি।
নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে হারের পর রোহিতদের হতাশা একেবারে সামনে থেকে দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অজি অধিনায়ক প্য়াট কামিন্সের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিয়েই ভারতীয় ড্রেসিংরুমে ছুটে যান মোদী। সেখানে গিয়ে রোহিত, জাদেজা, সামিদের বুকে টেনে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন মোদী। যে কারণে সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানালেন সামি, জাদেজা-রা। সামি এক্স পোস্টে লেখেন, "গতকাল দিনটা আমাদের ছিল না। আমি সব ভারতীয়কে ধন্যবাদ দেবো পুরো বিশ্বকাপ জুড়ে আমার ও আমাদের দলের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ড্রেসিংরুমে এসে আমাদের পাশে দাঁড়িয়ে মনোবল বাড়ালেন তার জন্য তাঁকে ধন্যবাদ।
দেখুন ছবিতে
Unfortunately yesterday was not our day. I would like to thank all Indians for supporting our team and me throughout the tournament. Thankful to PM @narendramodi for specially coming to the dressing room and raising our spirits. We will bounce back! pic.twitter.com/Aev27mzni5
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) November 20, 2023
মোদী ভারতীয় দলের ক্রিকেটারদের বোঝান, তোমাদের আজ দিন ছিল না। তবে তোমারা পুরো বিশ্বকাপে চ্যাম্পিয়নের মতই খেলেছো।
বিজেপি সমর্থকরা রোহিতদের হারের পর ড্রেসিংরুমে গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সামিদের জড়িয়ে ধরার সঙ্গে চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর কান্নায় ভেঙে পড়া সেই সময় ইসরো প্রধান পদে থাকা সিবানকে আলিঙ্গনের তুলনা টানছেন। আবার বিজেপি বিরোধীরা উদাহরণ টানছেন, ২০১৪ সালে মোদী দেশের ক্ষমতায় আসার পর ভারতীয় ক্রিকেট দলের একবার বিশ্বকাপ না জেতার উদাহরণটা। গতকাল, ভারতের হারের মুখে গোটা দেশে যখন হতাশ, তখন গ্যালারিতে হাসিমুখে হাত নাড়তে থাকা মোদীর সমালোচনাও করছেন কট্টর বিরোধী সমর্থকরা।