![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2023/09/Mohammad-Siraj-380x214.jpg)
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্য বোলিং করছেন ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। রবিবার কলম্বোয় ভিজে পিচ, মেঘলা আবহাওয়ায় মাত্র ১৬টা বল করে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন সিরাজ। বৃষ্টির কারণে ৪০ মিনিট পর খেলা শুরু হওয়ার পর টসে জিতে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তাসের ঘরের মত ভেঙে পড়ল শ্রীলঙ্কার ইনিংস। মহম্মদ সিরাজের আগুনে স্পেলে মাত্র ১২ রানের মধ্যেই ৬ উইকেট খুইয়ে বসল শ্রীলঙ্কা। মাত্র ২.৪ ওভার বা ১৬টা ডেলিভারি করে চার রান দিয়ে সিরাজ পাঁচটা উইকেট তুলে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে এক ওভারে চার উইকেট নেওয়ার নজির গড়লেন সিরাজ। বুমরা এখনও পর্যন্ত একটা উইকেট পেয়েছেন।
শ্রীলঙ্কার ইনিংসের তৃতীয় বলে লঙ্কান ওপেনার কুশল পেরেরা (০)-কে আউট করেন বুমরা। এরপর ইনিংসের চতুর্থ ওভারের প্রথমে বলে সিরাজ আউট করেন পাথুম নিশাঙ্কা (২)কে। এক বল বাদে সিরাজের বলে এলবি হয়ে ফিরে যান সাদিরা সমরবিক্রমা (০)। তারপরের বলে আসালাঙ্কাকে আউট করেন সিরাজ। হ্যাটট্রিক বলে দাঁড়িয়ে সিরাজের ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান ধনঞ্জয় ডিসিলভা। আরও পড়ুন-বাইকে অটোগ্রাফ দিয়ে ফের মন জয় মাহির, দেখুন ভিডিও
দেখুন সিরাজের ম্যাজিক স্পেল
The Miyan Magic show! 🔥
We're witnessing an unbelievable bowling performance here by Siraj💥#AsiaCupFinals#INDvSL#Sirajpic.twitter.com/DXxw5Tz1ZQ
— OneCricket (@OneCricketApp) September 17, 2023
এক নজরে কলম্বোয় সিরাজ রাজ
Maiden first over.
Wicket on the first ball of his second over.
Three wickets in an over.
A hat-trick chance in the second over.
5 wickets in the first 16 balls of his quota.
Wowwwwwwwwwwwww! Have you seen this before?😳#INDvsSL #SLvsIND #AsiaCupFinals pic.twitter.com/i5g3v2Jxgf
— Ridhima Pathak (@PathakRidhima) September 17, 2023
এরপর ওভারের শেষ বলে ভারতের তারকা পেসার আউট করেন ধনঞ্জয় (৪)-কে। ১২ রানে ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। পরের ওভারে লঙ্কান অধিনায়ক দাসুন শনকা-কে (০)-কে বোল্ড করে নিজের পঞ্চম ও দলের ষষ্ঠ উইকেটটি নেন হায়দরাবাদের ২৯ বছরের পেসার। ওয়ানডে-তে এক ইনিংসে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডটা জিম্বাবোয়ের (৩৫)। শ্রীলঙ্কা সেই মহালজ্জার রেকর্ডের সামনে দাঁড়িয়ে সিরাজের বলে চোখে সর্ষেফুল দেখছে।
মাত্র ১৬টা ডেলিভারিতেই দেশকে অষ্টম এশিয়া খেতাব জেতার অনেকটা কাছে নিয়ে গেলেন সিরাজ।