মহম্মদ শামি (Photo Credits: PTI/ Twitter)

দশ নম্বরে নেমে মহম্মদ সামির ব্যাট ঝলসে উঠল নাগপুরে। শনিবার বর্ডার-গাভাসকর টেস্টের তৃতীয় দিনের শুরুতে সামি ৩৭ রানের দুরন্ত ইনিংস খেললেন।  রবীন্দ্র জাদেজা (৭০) আউট হওয়ার পর দশে ব্যাট করতে নামেন সামি। দলের লিড তখন ১৫১ রনের। সেখান থেকে ঝড় তোলেন বাংলার তারকা পেসার। অক্ষর প্যাটেল-মহম্মদ সামি নবম উইকেটে গুরুত্বপূর্ণ ৫২ রান যোগ করেন। তারপর সামি একাই করেন ৩৭।

দুটো বাউন্ডারি, ৩টে ওভার বাউন্ডারি হাঁকানো ঝড়ো ইনিংসে সামি দলের লিড দুশো টপকে দেন। শেষ অবধি ৪৭ বলে ৩৭ রানে অজি স্পিনার টড মারফির বলে আউট হন সামি। টেস্টে সামির দুটো হাফ সেঞ্চুরি আছে। সামিকে আউট করে মারফি প্রথম ইনিংসে তাঁর সপ্তম উইকেটটি নিলেন।

দেখুন টুইট

শেষ অবধি ভারতের প্রথম ইনিংস শেষ হয় পুরো ৪০০ রানে।  ভারতের লিড দাঁড়ায় ২২৩ রানের। অক্ষর প্যাটেল ৮৪ রানে আউট হন। নাগপুর টেস্টে ভারতের জয় নিয়ে সন্দেহ নেই। এখন প্রশ্ন রোহিত শর্মারা ইনিংসে জিতবেন কি না।