Mitchell Starc in IPL 2024 (Photo Credit: @NageshMunde007/ X)

KKR Mitchell Starc: মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে ভাঙল আইপিএলের নিলামে সর্বাধিক দামে বিক্রি হওয়া ক্রিকেটারের নজির। দুপুর দুটো নাগাদ দুবাইয়ে আইপিএলের নিলামে অজি অধিনায়ক প্যাট কামিন্সকে সাড়ে ২০ কোটি টাকায় কিনেছিল সাই রাইজার্স হায়দারবাদ। তখন সেটাই ছিল আইপিএলের নিলামের ইতিহাসে সবচেয়ে বেশী দামে বিক্রি হওয়া ক্রিকেটারের রেকর্ড। কিন্তু ঘণ্টা দেড়েকের ব্যবধানেই ভাঙল সেই রেকর্ড। দুপুর পৌঁনে চারটে নাগাদ (ভারতীয় সময়) অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল কলকাতা। অতীতে বহুবার নিলামে অনেক টাকা খরচ করে বিদেশী পেসারদের দলে নিয়েছে শাহরুখ খানের দল। কিন্তু এবার যেন ব্যাপারটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেল। নিলামের দড়ি টানাটানিতে গম্ভীর সিদ্ধান্তে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।

এদিন দুবাই নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সের পার্সে ছিল ৩২.৭০ কোটি টাকা। সেখানে শুধু মিচেল স্টার্ককে কিনতেই গম্ভীররা খরচ করে বসলেন ২৪.৭৫ কোটি। নিলামে স্টার্ককে নিয়ে জোর দরদারি হয় বেঙ্গালুরু মুম্বই, গুজরাট ও কলকাতার মধ্যে। শেষ হাসি হাসে কলকাতা। এখন প্রশ্ন গম্ভীররা নিলামের ইগোর লড়াইয়ে তৃপ্ত হতে স্টার্কের পিছনে মাত্রাতিরিক্ত খরচ করে বসলেন না তো! অতীতে বহুবার দেখা গিয়েছে স্টার্ক চোট আঘাতে কাবু হয়ে পড়েন। বেঙ্গালুরুতে গিয়ে স্টার্ক বেশ কয়েকটি ম্যাচে ডুবিয়েওছেন। সেখানে কেন ৩৩ বছরের স্টার্কের জন্য নিলামের ৭৫ শতাংশ টাকা খরচ করে ফেলল কলকাতা তা বোঝা গেল না। কামিন্সকে ছেড়ে স্টার্ককে নিতে কলকাতার ব্যয় বাড়ল প্রায় সাড়ে ১৬ কোটির মত। গতবার সাড়ে ৭ কোটিতে কামিন্সকে কিনে এবার ছেড়ে দেয় নাইট রাইডার্স।

দেখুন স্টার্ককে স্বাগত জানিয়ে কলকাতা নাইট রাইডর্সের মজার ভিডিয়ো

এদিন নিলামে সৌরাষ্ট্রের পেসার চেতন সাকারিয়া ও জাতীয় টেস্ট দলের উইকেটকিপার শ্রীকর ভরতকে কিনতে মোট ১ কোটি খরচ করেছে কলকাতা। মানে কলকাতার হাতে থাকল আর মাত্র ৬ কোটি ৯৫ লক্ষ টাকা। সেখানে কলকাতাকে এখনও তিন বিদেশী সহ ৯ জন ক্রিকেটারকে কিনতে হবে।