Milkha Singh Passes Away: থেমে গেল মিলখা সিংয়ের জীবন দৌড়, করোনাজনিত সমস্যায় প্রয়াত 'উড়ন্ত শিখ'
করোনাজনিত সমস্যার সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত 'উড়ন্ত শিখ' মিলখা সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। গত ২০ মে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ‘পদ্মশ্রী’ মিলখা। কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়িও ফেরেন। কিন্তু করোনার পর শরীরে থাবা বসে নানারকম জটিল সমস্যা। যার জেরে জীবন দৌড়ে চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল মিলখা সিংয়ের নিঃশ্বাস। শুক্রবার রাতে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে তাঁর প্রয়াণ হয়।
চণ্ডীগড়, ১৯ জুন: করোনাজনিত সমস্যার সঙ্গে লড়াইয়ের পর প্রয়াত (Passes Away) 'উড়ন্ত শিখ' মিলখা সিং (Milkha Singh)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। গত ২০ মে করোনায় আক্রান্ত (COVID-19) হয়ে হাসপাতালে ভর্তি হন ‘পদ্মশ্রী’ মিলখা। কয়েক দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়িও ফেরেন। কিন্তু করোনার পর শরীরে থাবা বসে নানারকম জটিল সমস্যা। যার জেরে জীবন দৌড়ে চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেল মিলখা সিংয়ের নিঃশ্বাস। শনিবার রাতে চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে তাঁর প্রয়াণ হয়। দিন কয়েক আগেই স্ত্রী নির্মল কৌর প্রয়াত হন। তিনিও করোনায় আক্রান্ত হয়েছিলেন। গতকাল মিলখা সিংয়ের প্রয়াণের খবর জানান তাঁর পুত্র জিভ মিলখা সিং।
তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ক্রীড়াজগৎ থেকে শোকপ্রকাশ করে টুইট করেন যুবরাজ সিং, সানিয়া মির্জা। তাঁর প্রয়াণে শোকবার্তা ভেসে এসেছে দেশের প্রতিটি কোণা থেকে। আরও পড়ুন, বৃষ্টিই কাল, ভেস্তে গেল ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট ম্যাচের প্রথম সেশন
১৯২৯ সালের ২০ নভেম্বর অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশের গোবিন্দপুরায় জন্ম হয় মিলখা সিংহের। এখন জায়গাটি পাকিস্তানে অবস্থিত। কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট। ১৯৫৮ সালে কার্ডিফে তাঁর রেকর্ড ২০১০-এর দিল্লি কমনওয়েলথ গেমস পর্যন্ত অটুট ছিল। ১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি। দিল্লিতে সোনা জিতে মিলখা সিংহকে স্পর্শ করেন ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া। তাঁর জীবনযুদ্ধ নিয়ে বলিউডে তৈরি হয় 'ভাগ মিলখা ভাগ' সিনেমাটি। মিলখা সিংয়ের ভূমিকায় ছিলেন অভিনেতা ফারহান আখতার।
দেশভাগের সময় থেকে অলিম্পিকে কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়। অবিরত জীবন দৌড় তাঁকে বিশ্ববিখ্যাত করে তোলে। সেই দৌড় চিরকালের মতো থেমে গেল। কিংবদন্তি অ্যাথলিটের প্রয়াণে শোকস্তব্ধ গোটা ভারত।