Mumbai Indians (Photo: @IPL/Twitter)

দুবাই, ২২ সেপ্টেম্বর: আইপিএল ২০২১ (IPL 2021)-র গুরুত্বপূর্ণ ম্যাচে কাল, বৃহস্পতিবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) -মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। রবিবার সংযুক্ত আরবআমিরশাহি (UAE)-তে প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) কাছে হেরে কলকাতার (KKR) বিরুদ্ধে নামছে মুম্বই। অন্যদিকে, আরসিবি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর দুবাইতে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে নামছেন ইয়ন মর্গ্যান-রা। কেকেআর শিবিরের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল, মুম্বইকে হারাতে পারলে প্লে অফের লড়াইয়ে ঢুকে পড়বেন মর্গ্যানরা। অন্যদিকে, মুম্বই যদি হেরে যায় তাহলে প্লে অফের লড়াইয়ে অনেকটা পিছিয়ে পড়বে। ৮ ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ৮, সমসংখ্যাক ম্যাচ খেলে কলকাতা ৬ পয়েন্টে দাঁড়িয়ে।

কলকাতার বিরুদ্ধে হয়তো মুম্বইয়ের প্রথম একাদশে ফিরছেন রোহিত শর্মা। ধোনিদের বিরুদ্ধে রোহিতের অভাব টের পেয়েছে আম্বানির দল। ইংল্যান্ড সফর সেরে ফেরা রোহিতের সামান্য চোটের সমস্যা ছিল, তাই কোনও ঝুঁকি না নিয়ে চেন্নাই ম্যাচে তাঁকে নামানো হয়নি। তবে এবার প্লে অফের লড়াই শুরু হয়েছে, এমন সময় একটা ম্যাচে হারা মানেই চাপে পড়ে যাওয়া। তাই কলকাতার বিরুদ্ধে রোহিতকে নামাতে চলেছে মুম্বই। তবে হার্দিক পান্ডিয়ার খেলার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। আরও পড়ুন: আরসিবি-কে হারানোর আনন্দে মাতলেন কেকেআর-ক্রিকেটাররা, দেখুন ড্রেসিংরুমে উচ্ছ্বাসের ভিডিও

কেকেআর-এ প্রথম একাদশে বদলের সম্ভাবনা কার্যত নেই। আরসিবি-কে ৯২ রানে অল আউট থেকে শুরু করে শুবমন গিল-ভেঙ্কটেশ আইয়ারের রান তাড়া করা ইনিংস। সবেতেই ১০০/১০০ কেকেআর। সেই ফর্মটাই ধরে রাখতে চায় কলকাতা। তবে আইপিএলে কলকাতার সবচেয়ে বড় গাঁট হল মুম্বই ইন্ডিয়ন্স। সেই গাঁট এবার ছাড়ে কি না সেটাই দেখার।

কখন, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স-মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচ

বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে নাইট রাইডার্স-মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচ।

কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল যেমন স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচিডি ১, স্টার স্পোর্টস ১ হিন্দিকে সরাসরি দেখানো হবে ম্যাচ। বাংলায় ধারাবিবরণী শোনার জন্য স্টার স্পোর্টস ১ বাংলা টিউন করুন।

অনলাইনে কীভাবে দেখা যাবে ম্যাচ?

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে ম্যাচ।

দু দলের মুখোমুখি সাক্ষাত

আইপিএলে দুই দল মোট ২৮ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে মুম্বই ইন্ডিয়ন্স জিতেছে ২২ বার, ৬ বার জিতেছে কেকেআর।

কাদের দিকে নজর

মুম্বই ইন্ডিয়ন্সের তুরুপের তাস কায়রন পোলার্ড। বছরের পর বছর ধরে ক্যারিবিয়ান অলরাউন্ডার পোলার্ড মুম্বই ইন্ডিয়ন্সের তুরুপের তাস। যেমন বল হাতে ম্যাচের রঙ বদালাতে পারেন, তেমন একাই ব্যাট হাতে জিতিয়ে দিতে পারেন। পাশাপাশি সূর্যকুমার যাদব আছেন। কলকাতার সেখানে টিমগেম ভরসার। তবে তুরুপের তাস বাছতে হলে আন্দ্রে রাসেলের নাম করতে হয়। সঙ্গে সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, শুবমন গিলেরাও আছেন।

সম্ভাব্য একাদশ

কলকাতা নাইট রাইডার্স: শুবমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, সুনীল নারিন, লোকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিধ কৃষ্ণা।

মুম্বই ইন্ডিয়ন্স: ক্যুইন্টন ডি কক (অধিনায়ক), রোহিত শর্মা (অধিনায়ক), সূর্ষকুমার যাদব, ইশান কিষাণ, কায়রন পোলার্ড, সৌরভ তিওয়ারি, ক্রুনাল পান্ডিয়া, অ্যাডাম মিলনে, রাহুল চাহার, জশপ্রীত বুমরা।