দীর্ঘ ২৭ বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের ম্য়াচ। এবার ঐতিহ্যের ইডেনে বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ হবে। গ্রুপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ম্যাচ ও দ্বিতীয় সেমিফাইনাল হবে ইডেনে। ৫ নভেম্বর বিশ্বকাপে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন আবার জন্মদিন বিরাট কোহলির। পাশাপাশি গতবাবের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচও হবে ইডেনে। ক্রিকেটের নন্দন কাননে সাকিব আল হাসান-রা গ্রুপের দুটি ম্যাচ খেলবেন। পাকিস্তান বনাম বাংলাদেশ হবে কলকাতায়। ২৮ অক্টোবর বাংলাদেশের সঙ্গে কোয়ালিফায়ার দেশের বিরুদ্ধে ম্যাচটাই ক্রিকেটের মক্কায় এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে।
এবার বিশ্বকাপে ১০টি দেশকে নিয়ে শুরুতে রাউন্ড রবীন লিগের ভিত্তিতে আয়োজিত হবে। পয়েন্টের ভিত্তিতে লিগ পর্ব থেকে প্রথম চারটি দেশ সেমিফাইনালে উঠবে। ফাইনালে ওঠার ম্যাচে লিগে প্রথম স্থানে থাকা দল খেলবে চার নম্বরের বিরুদ্ধে। আর দু নম্বরে থাকা দল দ্বিতীয় সেমিফাইনাল খেলবে তিনের বিরুদ্ধে। আরও পড়ুন- লর্ডসে চার পেসারে ইংল্যান্ড
টিম ইন্ডিয়া সেমিফাইনালে উঠলে তারা খেলবে বিশ্বকাপ জয়ের মাঠ ওয়াংখেড়েতে। একমাত্র পাকিস্তান যদি সেমিফাইনালে ওঠে, তাহলে ভারত-পাক সেমিফাইনাল ম্যাচটা হবে ইডেনে। কারণ পাকিস্তান তাদের ম্যাচ মুম্বইয়ে খেলতে রাজি নয়। সরকারী সূচি অনুযায়ী ইডেনে ১৬ নভেম্বর, দ্বিতীয় সেমিফাইনাল আয়োজিত হবে। একটা বিষয় পরিষ্কার পাকিস্তান সেমিফাইনালে খেললে তারা কলকাতাতেই খেলবে।
দেখুন টুইট
Matches in Eden Gardens in World Cup:
Bangladesh vs Qualifier
Pakistan vs Bangladesh
India vs South Africa
England vs Pakistan
Semi-final pic.twitter.com/U1fh7lqLyD
— Johns. (@CricCrazyJohns) June 27, 2023
১৯৮৭ বিশ্বকাপের ফাইনাল, ১৯৯৬ বিশ্বকাপের উদ্বোধন ও সেমিফাইনাল এবং ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে ২০১১ বিশ্বকাপের আগে স্টেডিয়াম প্রস্তুত না হওয়ায় একটা ম্যাচও হয়নি ইডেনে। ইডেনে শেষবার ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ হয় ১৯৯৬ সালের ১৩ মার্চ ভারত বনাম শ্রীলঙ্কা সেমিফাইনালে। দর্শকদের বিশৃঙ্খলায় ম্যাচ ভারতের ইনিংসের ৩৪ তম ওভারে বন্ধ হয়ে গিয়েছিল। ফাইনালে উঠেছিল শ্রীলঙ্কা। ২৭ বছর ৮ মাস পর ইডেনে ফিরছে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ।
ইডেন গার্ডেন্সে বিশ্বকাপ ২০২৩-র ম্যাচগুলি
WC 2023 Matches in Eden Gardens
২৮ অক্টোবর: বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার দল
৩১ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১২ নভেম্বর: ইংল্যান্ড বনাম পাকিস্তান
১৬ নভেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল
--------------
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচ
WC 2023 Matches in Wankhede Stadium:
২১ অক্টোবর: ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা
২৪ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
২ নভেম্বর: ভারত বনাম কোয়ালিফায়ার
৭ নভেম্বর: অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান
১৫ নভেম্বর : প্রথম সেমিফাইনাল