
Marcus Stoinis: আকাশ থেকে বোম পড়ার আশঙ্কায় ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সময় ধর্মশালায় মাঝপথে বাতিল হয়ে গিয়েছিল পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্য়াচ। এরপরই আইপিএল বন্ধ করে দেওয়া হয়েছিল। বাতিল হয়ে যাওয়া সেই ম্য়াচই আজ, শনিবার জয়পুরে শ্রেয়স আইয়ার বনাম অক্ষর প্যাটেলদের মধ্যে ম্যাচ। প্রথমে ব্যাট করে পঞ্জাব কিংস ২০ ওভার ব্যাট করে তুলল ৮ উইকেটে ২০৬ রান। টেস্ট দলে ব্রাত্য পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার এদিন ৩৪ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেললেন। শ্রেয়স ৫টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি হাঁকালেন।
শেষের দিকে নেমে ১৬ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলে পঞ্জাবের রানকে দুশো পাড় করালেন অজি অলরাউন্ডার স্টোয়নিস। কোভিড থেকে ফিরে গোলাপী শহরে এদিন ৪টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি মারেন স্টোয়নিস। করোনা হওয়ায় পঞ্জাবের গত ম্য়াচে খেলতে পারেননি স্টোয়নিস।
করোনা থেকে ফিরে স্টোয়নিসের বিস্ফোরণ
Marcus Stoinis came straight into the game after recovering from COVID-19 and made an immediate impact with an unbeaten 44(16) in Jaipur! 👏🗣️#IPL2025 #DCvPBKS #MarcusStoinis #Sportskeeda pic.twitter.com/gMi7qfM1Dq
— Sportskeeda (@Sportskeeda) May 24, 2025
এদিন জয়পুরে জিতলে ১৯ পয়েন্ট পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে যাবেন শ্রেয়স আইয়ার-রা। সেই সঙ্গে প্রথম দুই নিশ্চিত হয়ে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ পেয়ে য়াবে প্রীতি জিন্টার দল। এবার আবার প্লে অফের দুটি ম্য়াচে প্রীতি জিন্টাদের হোম গ্রাউন্ড মুল্লানপুরে হবে। এদিন জয়পুরে পঞ্জাবের বিরুদ্ধে দিল্লির বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমান এদিন ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। দিল্লির পেসার মুকেশ কুমার এদিন এক ওভারে ২৫ রান দেন।