Photo Credits: Facebook

নয়াদিল্লি: ফুটবলের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) কর্তারা (owners) যে ক্রিকেটেও আগ্রহী তা বোঝা গেছিল পুরুষদের আইপিএল (Indian Premier League) টিম বিক্রির সময়ে। গত বছরে দল কেনাবেচার সময় এগিয়ে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তারা। এবার প্রথম ভারতে শুরু হতে চলা মহিলাদের টি২০ প্রিমিয়ার লিগের (Women's IPL) বিষয়েও তাঁরা উৎসাহী বলে জানা গেল। দুবাইতে (Dubai) একটি সংবাদ সংস্থাকে একথা জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এক প্রতিনিধি। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কর্তা আব্রাম গ্লাজার (Avaram Glazer) মহিলাদের আইপিএলের বিষয়ে খুবই আগ্রহী।

বিষয়টি সত্যি বলে জানান দুবাইতে শুরু হওয়া আইএল টি ২০ (ILT20)-তে অংশ নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের নিয়ন্ত্রণাধীন দল ডের্জাট ভাইপার (Desert Vipers)-এর সিইও ফিল অলিভার (Phil Oliver)। এপ্রসঙ্গে তিনি বলেন, "আইএলটি ২০-তে প্রবেশ করার পরে এটা আমাদের পক্ষে খুবই স্বাভাবিক যে বিশ্বের অন্যত্র যেখানে ক্রিকেট খেলা হয় সেখানকার বিষয়ে উদ্যোগী হওয়া। তার মধ্যে ভারতে শুরু হতে চলা মহিলাদের টি২০ ক্রিকেট লিগও রয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু এখনই জানাতে পারব না আমি। তবে এটুকু বলতে পারি ভারতীয় বাজারও আমাদের খুবই পছন্দের। তাই সবরকমের সুযোগের দিকেই নজর রাখছি আমরা। কারণ প্রচুর ভারতীয় দর্শক এই প্রতিযোগিতাটি দেখবেন। তাঁরা বুঝতে পারবেন ডের্জাট ভাইপার কী করতে পারে। যদি সত্যি কিছু করা যায় তাহলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে আমরা আকর্ষণীয় ব্র্যান্ড হিসেবে পরিচিত হব। যেমন গোটা বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের ভক্তদের কাছে সম্মান মেলে তখন ভারতীয়রা আমাদের সেই সম্মান দেবেন। "

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India) মহিলাদের আইপিএল টিমের জন্য নিলামের আয়োজন করবে আগামী ২৫ জানুয়ারি।