ঢাকা, ২২ নভেম্বর: ভারতের মত এবার পাকিস্তান (Pakistan Cricket Team)-ও টি টোয়েন্টি সিরিজে সব কটা ম্যাচে জিতল। অন্যদিকে, টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-পর্বে সব কটা ম্যাচে হেরে বিদায়ের বড় ধাক্কার পর বাংলাদেশ (Bangladesh Cricket team) ক্রিকেটে বিপর্যয় অব্যাহত। এবার দেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজে শেষ বলে বাউন্ডারি মেরে জিতে বাংলাদেশকে ০-৩ হোয়াইটওয়াশ করল পাকিস্তান। সোমবার ঢাকায় টি টোয়েন্টি সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারালেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার ব্যাট করে মেহমদুল্লারা তোলেন মাত্র ১২৪ রান।
দলের পক্ষে সর্বোচ্চ মহম্মদ নাঈম ৪৭ রান করেন। একেবারেই ধীর গতিতে খেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মহম্মদ ওয়াসিম ১৫ রানে দুটি ও উসমান কাদির ৩৫ রানে ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের উইকেটকিপার-ওপেনার মহম্মদ রিজওয়ান (৪০) ও হায়দার আলি (৪৫) ভাল ইনিংস খেলেন। ১৯ রানে আউট হন পাক অধিনায়ক বাবর আজম। আরও পড়ুন: টি-২০ ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপেও ফার্স্ট বয় ভারত
দেখুন টুইট
So close yet so far for Bangladesh!
Mahmud Ullah almost defends eight runs in the final over but Mohammad Nawaz smashes the last ball for a four to complete the clean sweep 💥 #BANvPAK | https://t.co/NuBOry1bkX pic.twitter.com/hcy4BIPaOE
— ICC (@ICC) November 22, 2021
শেষ ওভারে জিততে হলে পাকিস্তানকে করতে হত ৮ রান। শেষ ওভারে সরফরাজ আহমেদ(৬),ইফতিকার আহমেদ (৬)-রা দ্রুত আউট হয়ে দলের চাপ বাড়ান। তবে উত্তেজক শেষ ওভারে খেলার শেষ বলে চার মেরে পাকিস্তানকে জেতান মহম্মদ নওয়াজ। শেষের দিকে ম্যাচ উত্তেজক হলেও যোগ্য দল হিসেবেই জেতে পাকিস্তান। সিরিজের প্রথম দুটি ম্যাচে পাকিস্তান জেতে ৪ ও ৮ উইকেটে। সিরিজের তিনটি ম্যাচেই রান তাড়া করে জেতেন বাবর আজমরা। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পাকিস্তান দেখাল তাদের ভাল ফর্মটা এখনও আছে। এবার ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু দু ম্যাচের টেস্ট সিরিজ।