Luis Rubiales kisses Jenni Hermoso. (Photo Credits: X)

মহিলাদের বিশ্বকাপ ফুটবল ফাইনালের পুুরষ্কার বিতরণী মঞ্চে চুম্বন কাণ্ডের জেরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রাক্তন প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস-কে নির্বাসনের কড়া শাস্তি দিল ফিফা। মাস দুয়েক আগে স্পেনের মহিলা বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় জেনি হারমোসো নামের এক মহিলা ফুটবলারের মুখে অযাচিত চুম্বনের জন্য সেই সময় সংস্থার প্রেসিডেন্ট থাকা লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য নির্বাসিত করল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০২৬ সাল পর্যন্ত ফুটবল সঙ্গে কোনওরকমভাবে জড়িত থাকতে পারবেন না রুবিয়ালেস।

তাঁর চুম্বন কাণ্ড যে ফিফা কোনওভাবেই ভালভাবে নেয়নি তা আগেই পরিষ্কার করে দিয়েছিলেন ফিফা কর্তারা। প্রবল চাপের মুখে পড়ার পর বাধ্য হয়ে অগাস্টের শেষে স্পেন ফুটবলের সর্বোচ্চ পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল তাঁকে। আর এবার এল ফিফার কড়া শাস্তি।

দেখুন এক্স

প্রসঙ্গত, গত ২০ অগাস্ট সিডনিতে মহিলাদের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। স্পেনের ঐতিহাসিক সাফল্যের খুশি মাটি হয়ে যায় দেশের ফুটবলের সর্বোচ্চ পদে থাকা রুবিয়ালেস অযাচিত চুমু। পুরস্কার বিতরণী মঞ্চে ফুটবলার জেনি হারমোসোর ঠোঁটে চুমু খেয়ে বসেন রুবিয়ালেস। ফুটবলার জেনি হারমোসো এই চুম্বণ কাণ্ডকে ভালভাবে মেনে নেননি। এরপরই শুরু হয় জোর বিতর্ক। রুবিয়ালেস নিজের জেদে অটল থেকে পদ আঁকড়ে পরে থাকতে চান। কিন্তু বিক্ষোভের চাপে তাঁকে সরতে হয়।