Diogo Jota. (Photo Credits:X)

Diogo Jota Dies: লিভারপুলের পর্তুগীজ তারকা ফুটবলার দিয়েগো জোটা মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন। ২৮ বছরের তারকা ফুটবলার জোটা উত্তর পশ্চিম স্পেনের ঝামোরা প্রদেশে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। মধ্যরাতে জোটার গাড়ি ভয়াবহ দুর্ঘটনায় পড়ে। অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জোটার গাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন এতই ভয়াবহ ছিল যে তা পাশের মাঠে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা এমন কথাই জানান। দিয়েগো জোটার সঙ্গে গাড়িতে ছিলেন তার ২৬ বছরের ফুটবলার ভাইও। দুই ভাই এই গাড়ি দুর্ঘটনায় মারা যান। সব ঠিক থাকলে আগামী বছর আমেরিকা, মেক্সিকো ও কানাডায় আয়োজিত ফিফা বিশ্বকাপে পর্তুগালের জার্সিতে খেলতে দেখা যেত জোটা-কে।

কদিন আগেই বিয়ে করেছিলেন জোটা

গত ২২ জুন তাঁর বান্ধবী রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাঁদের তিনটি সন্তান আছে। চলতি বছর জোটা দুটি বড় টুর্নামেন্ট জেতেন। একটি ক্লাবের হয়ে, ও আরেকটি দেশের জার্সিতে। সদ্য শেষ হওয়া মরসুমে লিভারপুলের জার্সিতে প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হন জোটা। সালহা-র পাশে বেশ উজ্জ্বল ছিলেন তিনি। এরপর গত মাসে উয়েফা নেশনস লিগে পর্তুগালের কাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

গাড়ি দুর্ঘটনায় প্রয়াত জোটা

লিভারপুলের জার্সিতে প্রিমিয়র লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড জেতেন জোটা

২০২০ সালে ৪১ মিলিয়ন ট্রান্সফার ফি-তে উলভস থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন স্ট্রাইকার বা লেফট উইঙ্গার পজিশনে খেলা জোটা। গত মরসুমে লিভারপুলের প্রিমিয়র লিগ জয়ের পিছনে তাঁর বড় অবদান ছিল। লিভারপুলের জার্সিতে জোটা ১৮২টি ম্যাচে ৬৫টি গোল করেন। লিভারপুলের জার্সিতে প্রিমিয়র লিগ জেতার পাশাপাশি জোটা পান এফ কাপ, কমিউনিটি শিল্ড এবং দুবার কার্বো কাপও জেতেন। শুধু ক্লাব নয়, দেশের জার্সিতেও বড় সফলতা পান তিনি।

২০২২ বিশ্বকাপের ঠিক আগে চোট পাওয়ায় ছিটকে গিয়েছিলেন জোটা

গত মাসে উয়েফা নেশনস কাপের ফাইনালে স্পেনকে হারিয়ে কাপ জেতে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দলের সদস্য ছিলেন জোটা। দেশের জার্সিতে ৫০টি ম্য়াচ খেলেছেন। গত বার কাতার বিশ্বকাপে খেলার ব্যাপারে নিশ্চিত থাকলেও টুর্নামেন্ট শুরুর আগে মারাত্মক চোট পাওয়ায় শেষ পর্যন্ত আর খেলা হয়নি। ২০২৬ বিশ্নকাপে খেলতে তাই মরিয়া ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মৃত্য়ুদূত এসে জোটাকে বিশ্বকাপ থেকে বঞ্চিত করে দিল।