কোচিতে আইপিএলের মিনি নিলামে কেকেআর ৫০ লক্ষ টাকায় কেনে বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসকে। এই প্রথম আইপিএলে দল পেলেন লিটন। নাইট রাইডার্স-এর সংসারে ঢুকেই দারুণ ইনিংস খেললেন লিটন। শনিবার ভারতের বিরুদ্ধে মীরপুরে টেস্টে একেবারে প্রতিকূল পরিস্থিতিতে দাঁড়িয়ে লিটন অনবদ্য হাফ সেঞ্চুরি করলেন।
প্রথম ইনিংসে ভারতের থেকে ৮৭ রানে পিছিয়ে থাকার বড় চাপ নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমেছিল বাংলাদেশ। ১০২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিলেন সাকিবরা। সেখান থেকে ৬ নম্বরে ব্যাট করতে নেমে লিটন দলকে ইনিংসে হারের আশঙ্কা কাটিয়ে একশো রানের লিড এনে দিলেন।
দেখুন টুইট
Liton Das slams ? Fifty to put pressure back on @BCCI.
?@debasissen@BoriaMajumdar @CricSubhayan #BANvsIND #WTC23 pic.twitter.com/A2kd6ShOGo
— RevSportz (@RevSportz) December 24, 2022
প্রথমে নুরুল হাসান (৩১), তারপর তাসকিন আহমেদকে নিয়ে লড়েন লিটন। লিটন ছাড়াও এদিন ভাল খেলেন বাংলাদেশের ওপেনার জাকির হাসান (৫১)। এদিন টি পর্যন্ত বাংলাদেশ ১০৮ রানে এগিয়ে, হাতে ৩ উইকেট। দ্বিতীয় ইিনংসে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ১৯৫ রান। লিটন (৫৮ অপরাজিত)-তাসকিনরা আরও একশো রান যোগ করতে পারলে বড়দিনে জমে যেতে পারে মীরপুর টেস্ট। দু'ম্যাচের টেস্ট সিরিজে ভারত এগিয়ে ১-০।